ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ ঐতিহাসিক ৭ই মার্চ পালন
Published : Tuesday, 8 March, 2022 at 12:00 AM
ঐতিহাসিক ৭ মার্চ বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীপ্তকন্ঠে বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। লাখো মুক্তিকামী জনতার উপস্থিতিতে মহান নেতা শেখ মুজিব বজ্রকন্ঠে ঘোষণা করেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো তবু এদেশের মানুষকে ম্ক্তু করে ছাড়বো-ইনশাআল্লাহ। ঐতিহাসিক এই দিনে তিনি ঘোষণা দেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম-স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। আজকের এই দিনের স্মরণে ও বর্তমান সরকার কর্তৃক ঘোষিত জয় বাংলাকে রাষ্ট্রীয় স্লোগান হিসাবে স্বীকৃতি প্রদান প্রেক্ষিতে ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদায় ৭ই মার্চ ২০২২ দিবসটি পালিত হয়। অনুষ্ঠানসূচির মধ্যে সকাল ১০টায় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. শাহ্ মোঃ সেলিম, নির্বাহী পরিচালক মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া, পরিচালক (হাসপাতাল) অধ্যাপক ডাঃ মোঃ মুজিবুর রহমান, উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ জাকিরুল ইসলাম সহ কলেজ ও হাসপাতালের ছাত্র-ছাত্রী, শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী সমেত একটি র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কাবিলা ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন পরবর্তী ম্যুরাল পাদদেশে দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ জাকিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. শাহ্ মোঃ সেলিম, নির্বাহী পরিচালক মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া, পরিচালক (হাসপাতাল) অধ্যাপক ডাঃ মোঃ মুজিবুর রহমান, গাইনী এন্ড অবস্ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোসাম্মৎ শামীমা আক্তারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। জাতির পিতার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ আনুষ্ঠানিকভাবে দেশি-বিদেশি ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে কলেজ অডিটরিয়ামে পরিবেশিত হয়। পরিশেষে গাইনী এন্ড অবস্ বিভাগের সহযোগী অধ্যাপক ও স্বাচিপ, কুমিল্লা জেলা শাখার কোষাধ্যক্ষ ডাঃ সায়মা আফরোজ জয় বাংলা স্লোগানটি সমস্বরে উচ্চারিত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।