ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
Published : Tuesday, 8 March, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
ব্রাহ্মণপাড়া উপজেলায় আওয়ামীলীগ ও অংগ সহযোগী  সংগঠনের উদ্দোগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। সোমবার সকালে সূর্য উদয়ের সাথে সাথে ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। সকাল ৯টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন শেষে সকাল দশটায় উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ মোস্তফা সারয়ার খানের সভাপতিত্বে এবং যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুল হকের সঞ্চালনায় দলীয় কার্যালয়ে  দিবসটির উপরে আলোচনা সভা ও দোয়া  অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল বাঙ্গালী জাতীর মুক্তির সনদ। রেইসকোর্স ময়দানে সেদিনের ভাষণে বাঙালীজাতি উজ্জিবীত হয়ে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে পরিনত করে।
অনুষ্ঠানে উস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, দপ্তর সম্পাদক সাইফুলইসলাম টিটু, সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক, সেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তবা আলী শাহিন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক গাজী হান্নান, শিদলাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কুদ্দুস ডাক্তার, সাধারণ সম্পাদক কাদের বাচ্চু, দুলালপুর  ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ আলী হায়দার, চান্দলা  ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবুল, ছাত্রলীগের সভাপতি আবু কাউছার দিপু সহ আওয়ামীলীগ ও দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।