ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুবি পাবলিক এডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
Published : Tuesday, 8 March, 2022 at 12:00 AM
তানভীর সাবিক, কুবি ||
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) লোকপ্রশাসন বিভাগের সহযোগী সংগঠন পাবলিক এডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি-২০২২ গঠন করা হয়েছে।
সোমবার (৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। কমিটিতে সাধারণ সম্পাদক  নির্বাচিত হয়েছেন  ১১ তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ এনায়েত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল বাশার, সাংগঠনিক সম্পাদক মো. শরীফ উদ্দিন, কোষাধ্যক্ষ মো. মঈনুদ্দীন ইরফান, প্রচার ও প্রকাশনা সম্পাদক (সাধারণ) মো. সুজন আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক (সংরক্ষিত) তাহরিমা আক্তার তৃষা নির্বাচিত হয়েছেন।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ শাহীন আলম, মোস্তফা কামাল রিফাত, মোরসালিন, নাহিদা আক্তার নীড়া, তামান্না তাহসীন তন্বী।
এছাড়াও নতুন এই কমিটির  সভাপতি ও সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রুহুল আমিন এবং প্রভাষক মো. ফয়জুল ইসলাম। উল্লেখ্য, পাবলিক এডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি-২০২১  কমিটিতেও এই দুইজন সভাপতি ও সহসভাপতি পদে ছিলেন।
এ কার্যনির্বাহী কমিটি আগামী এক বছরের জন্য বিভাগের সহযোগী সংগঠন হিসেবে দায়িত্ব পালন করবে।