ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুরাদনগরে বিভিন্ন কর্মসূচিতে ঐতিহাসিক ৭-ই মার্চ পালিত
Published : Tuesday, 8 March, 2022 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক ৭-ই মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার রাতে গুরত্বপূর্ণ সরকারি ভবন ও স্থাপনা সমূহ আলোকসজ্জা করা হয়। সোমবার সকালে উপজেলা পরিষদে স্থাপিত জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন। অনলাইনে যুক্ত হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি সম্প্রসারিত কেন্দ্রিয় অনুষ্ঠান উপভোগ করা হয়। দুপুরে কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আলী, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, মুরাদনগর থানার ওসি আবুল হাসিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুনুর রশীদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাশুকুল ইসলাম মাশুক, কুমিল্লা পল্লী বিদ্যুত সমিতি-১ এর আওতাধীন বাঙ্গরা জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেলিম মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা আক্তার, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর জাহিদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, বাঙ্গরা বাজার থানার ওসি (তদন্ত) মানষ বড়ুয়া ও উপজেলা স্কাউটসের সাধারণ ফরিদ উদ্দিন আহম্মদ প্রমুখ।