ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বজ্রকণ্ঠের সেই ভাষণ ছিল বাঙালি জাতির মুক্তির মূলমন্ত্র- রাজী ফখরুল
Published : Tuesday, 8 March, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
নিরস্ত্র জাতিকে স্বাধীনতার জন?্য অস্ত্র হাতে তুলে নিতে উৎসাহ দিয়েছিল বঙ্গবন্ধুর কালজয়ী এই ভাষণ। এতে ছিল স্বাধীনতার জন্য সর্বাত্মক প্রস্তুতির পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। সে ভাষণে উদ্বুদ্ধ হয়ে বাঙালি জাতি ছিনিয়ে এনেছিল বহু আকাক্সিক্ষত স্বাধীনতা। পরাধীন জাতিকে মুক্তির পথ দেখিয়েছে সেই জ্বালাময়ী বক্তৃতা। বঙ্গবন্ধুর মতো এমন আবেদনময় ও সুনিপুণ দিক নির্দেশনামূলক ভাষণ পৃথিবীর ইতিহাসে বিরল। সব বয়সি মানুষকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিল ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ। ১৯৭১ সালের অগ্নিঝরা ৭মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠের সেই ভাষণ ছিল বাঙালি জাতির মুক্তির মূলমন্ত্র।
সোমবার সকাল ১০ টায় উপজেলা হলরুমে দেবিদ্বারে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। এর আগে প্রধান অতিথি র‌্যালিতে অংশ নেন।  
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান  মো. আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাভোকেট নাজমা বেগম, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, দেবিদ্বার থানার ওসি মো. আরিফুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রফিকুল ইসলাম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. আশিক উন নবী তালুকদার।
মাধ্যমিক শিক্ষা অফিসার এ. কে.এম আলী জিন্নাহর পরিচালনায় আয়োজিত সভায়  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ এর শিল্প বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. একেএম মনিরুজ্জামান  মাষ্টার, যুগ্ম সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান ভুঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সদস্য মো.লুৎফুর রহমান বাবুল. কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও প্রভাষক সাইফুল ইসলাম শামীম, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান মাসুদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইকবাল হোসেন রুবেল।  এসময় আওয়ামীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।