ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রোটারি ইন্টারন্যাশনাল থেকে স্বর্ণপদক পেলেন ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ
Published : Tuesday, 8 March, 2022 at 12:00 AM, Update: 08.03.2022 1:06:08 AM
রোটারি ইন্টারন্যাশনাল থেকে স্বর্ণপদক পেলেন ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষরোটারি ফাউন্ডেশন পোলিওপ্লাস অবদানের জন্য রোটারি ইন্টারন্যাশনাল থেকে স্বর্ণপদক পেলেন কুমিল্লার নন্দিত চিকিৎসক হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লার প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ।
বৃহস্পতিবার দ্য ওয়েস্টিন ঢাকা হোটেলে রোটারি বাংলাদেশ জাতীয় পোলিওপ্লাস স্বীকৃতি কমিটি আয়োজিত অনুষ্ঠানে এ স্বর্ণপদক দেয়া হয় ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষকে।
অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি ও আরবিএনপিপিসি চেয়ারম্যান পিডিজি ড. ইশতিয়াক জামান স্বর্ণপদক তুলে দেন ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষের হাতে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১-এর মহাপরিচালক ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫ এর ২০২২-২৩ সালের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান ডা. মল্লিকা বিশ্বাস।
উল্লেখ্য, ইতোপূর্বে করোনা মহামারীর ভয়াবহ পরিস্থিতিতে নিরবিচ্ছিন্ন স্বাস্থ্যসেবা প্রদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডের স্বীকৃতিস্বরূপ 'কোভিড-১৯ হিরো' অ্যাওয়ার্ড পেয়েছিলেন চিকিৎসক দম্পতি হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ ও সনোলজিষ্ট ডা. মল্লিকা বিশ্বাস। রোটারি ইন্টারন্যাশনালের রিজিওনাল পাবলিক ইমেজ কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে পৃথিবীর সর্ববৃহৎ আন্তর্জাতিক সেবামূলক সংগঠন রোটারি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে 'কোভিড-১৯ হিরো' অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছিল।