Published : Tuesday, 8 March, 2022 at 12:00 AM, Update: 08.03.2022 1:06:23 AM
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও প্রার্থীতা জানান দিতে মাঠে রয়েছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা। নির্বাচনকে সামনে রেখে সিটি কর্পোরেশনের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার বিষয়ে আগ্রহ করেছেন শাহিনুর আক্তার (টিটু)। তিনি বলেন- ক্ষমতা পেতে নয়, অপনাদের সেবা করতে এসেছি। ওয়ার্ডবাসীর সুখ-দুঃখের ভার নিতে চাই। দুর্নীতিমুক্ত আধুনিক ওয়ার্ড হিসেবে রূপান্তর করতে চাই। গতকাল বিকেলে বিষ্ণুপুর,ভাটপাড়া, রেইসকোর্স, কালিয়াজুড়ি এবং শাসনগাছার বিভিন্ন শ্রেনি-প্রেশার মানুষের সাথে মতবিনিময় কালে এ সব কথা বলেন তিনি।
শাহিনুর আক্তার (টিটু) একজন নারী উদ্যাক্তা এ ছাড়া ও বহু সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। তিনি বিশ্বব্যাপি নোবেল করোনা ভাইরাস এর করাল গ্রাসে পৃথিবীর মানুষ যখন থমকে দাঁড়িয়েছে তখন তিনি ওয়ার্ডের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, হাত বাড়িয়ে দিয়েছেন সহায়তার, হয়েছেন ওয়ার্ডবাসীর কাছে মানবিক মানুষ। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই আলোচনায় রয়েছেন তিনি।
কয়েকজন ওয়ার্ডবাসীর সাথে কথা বলে জানাযায়, শাহিনুর আক্তার টিটু একজন সুশিক্ষিত, পরোপকারী, গরীবের বন্ধু, অসহায় মানুষের পাশে থেকে সেবা করছেন দীর্ঘদিন থেকে এবং অসহায় মানুষের বিভিন্ন ধরনের সেবা দিয়ে যাচ্ছেন।
তিনি জানান, ওয়ার্ডবাসীর অনুরোধে এবছর নির্বাচন করতে চাচ্ছেন । এছাড়া সরেজমিনে গিয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকাঘুরে জানাযায়, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবীকা শাহিনুর আক্তার (টিটু) এর প্রতি রয়েছে সাধারণ মানুষের গভীর আস্থা ও ভালোবাসা। উক্ত ওয়ার্ডের সাধারণ মানুষের মধ্যে এক অন্যরকম আমেজ লক্ষ্য করা গেছে। লক্ষ মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ ফুটে উঠে গণসংযোগের প্রতিটি মুহূর্তে। এলাকাবাসীর অভিমত,এ বছর সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী শাহিনুর আক্তার( টিটু)নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে। এবং ১,২ ও ৩ নং ওয়ার্ড আধুনিক ও দুর্নীতিমুক্ত হবে।