বশিরুল ইসলাম:
‘এবারের
সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
বঙ্গবন্ধুর ৭ মার্চের উদ্দীপ্ত ঘোষণায় বাঙালি জাতি পেয়ে যায় স্বাধীনতার
দিকনির্দেশনা। এই ভাষণই বাঙালি জাতিকে এনে দিয়েছিলো স্বাধীণতা। দেশকে এগিয়ে
নিতে এই ভাষণ এখনো বাঙালি জাতির অনুপ্রেরণা। তাই দিবসটি উপলক্ষ্যে
সারাদেশের নেয় কুমিল্লাতেও নেয়া হয় নানান কর্মসূচি।
যথাযোগ্য মর্যাদায়
কুমিল্লায় ঐতিহাসিক ৭মার্চ পালিত হয়েছে। প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি
দপ্তরগুলো, কুমিল্লা মহানগর আওয়ামীলীগ ও দক্ষিন জেলা আওয়ীমীলীগের নেতৃবৃন্দ
নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালন করা হয় দিনটি।
৭মার্চ সকালে কুমিল্লা
নগর উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন কুমিল্লা-৬ সদর
আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আ ক
ম বাহাউদ্দিন বাহার এমপি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আনজুম সুলতানা
সীমা এমপি। জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক কামরুল হাসান, স্থানীয়
সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক
মোহাম্মদ শাহাদাত হোসেন,পুলিশ সুপার ফারুক আহমেদ, কুমিল্লা জেলা পরিষদের
পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন, কুমিল্লা সিটি
কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম। সদর উপজেলা
প্রশাসনের পক্ষে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল ও উপজেলা নির্বাহী
কর্মকর্তা জাকিয়া আফরিন। এছাড়া কুমিল্লা কেন্দ্রিয় কারাগার, হাইওয়ে পুলিশ,
সড়ক বিভাগ, এলজিইডি, সমাজসেবা অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর,
জেলা মহিলা বিষয়ক কার্যালয়, মহিলা সমিতি, সড়ক বিভাগ, বিভিন্ন স্কুল-কলেজসহ
বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তা, কর্মচারী ও
শিক্ষার্থীবৃন্দ। অপরদিকে দক্ষিণ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ রামঘাটস্থ
দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পন শেষে
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের শীর্ষ পর্যায়ের নেৃতৃবৃন্দ।
এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ঐতিহাসিক ৭মার্চ
উপলক্ষ্যে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন সহ নানা কর্মসূচীর আয়োজন
করে।
ঐতিহাসিক এই দিনটি উদযাপন উপলক্ষ্যে কুমিল্লার রামঘাটে মহানগর
আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান
মহানগর আওয়ামীলীগ নেতৃবৃন্দ। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতের নেতৃত্বে এসময়
উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, আতিক উল্যা
খোকন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া
দিবসটি উপলক্ষ্যে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভায়
অংশ নেন সভাপতি জসিম উদ্দিন আহমেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, এম
এ করিম মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক মানিক খন্দকার, দপ্তর সম্পাদক রূপম
মজুমদার, অর্থ সম্পাদক আলী আকবর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফরহাদুল মিজান,
সাংস্কৃতিক সম্পাদত আশিকুন্নবী বাপ্পি, সদস্য আবদুস সালাম বেগ। এছাড়া কৃষক
লীগ সভাপতি- নির্মল পাল, মহিলা আ’লীগের সাধারন সম্পাদক কোহিনুর বেগম, কৃষক
লীগের সাধারণ সম্পাদক লুৎফল বারী চৌধুরী হিরু, যুবলীগ নেতা কামরুল হাসান
শাহীন, শ্রমিক লীগ সদস্য সচিব আবদুর রহমান ফারুক, স্বেচ্ছাসেবক লীগের
সাধারণ সম্পাদক মোঃ মহসিন রহমান, যুব মহিলীগের যুগ্ম আহ্বয়াক মনোয়ারা বেগম
সাকি, অনুষ্ঠান পরিচালন করন উপ-দপ্তর সম্পাদক মোঃ শহিদুল্লাহ।
এদিকে
সন্ধ্যায় কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে কুমিল্লা টাউন হল মাঠে বীর
মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে ঐতিহাসিক ৭মার্চ উদযাপন উপলক্ষ্যে আলোচনা
সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহাউদ্দিন
বাহার এমপি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,
সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষ
পর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশন কর হয়। আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের
মাঝে পুরস্কার তুলে দেন কুমিল্লা সদর আসনের মাননীয় সংসদ সদস্য বীর
মুক্তিযোদ্ধা আলহাজ¦ আ ক ম বাহাউদ্দিন বাহারসহ অন্যান্য অতিথিবৃন্দ।