আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ইসমাইল নয়ন।।
Published : Tuesday, 8 March, 2022 at 7:48 PM
"টেকসই আগামীর জন্য,জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উপলক্ষে র্যালী,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্য্যালয়ের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন মোসাঃ ফাতেমা আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমীন। উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা। উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহাম্মদ, সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, জনস্বাস্থ্য প্রকৌশলী কামাল হোসেন, তথ্য আপা মুনীরা বেগম, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন, ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অতিথিবৃন্দ আলোচনা সভায় নারীর ক্ষমতায়ন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। আলোচনা শেষে অতিথিদের উপস্থিতিতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অতিথিদের মুগ্ধ করে। এসময় মহিলা বিষয়ক কর্মকর্তা কার্য্যালয়ের সকল সদস্যসহ বিভিন্ন নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।