মো. হাবিবুর রহমান
কুমিল্লার মুরাদনগরে আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদান, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ, একটি কলেজের গালর্স হেলথ কেয়ার কর্ণার এবং বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনের মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর। বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, নারী উদ্যোক্তা তাসলিমা আক্তার, পারুল আক্তার, তাছলিমা আক্তার।
সহকারী শিক্ষক সারমিন ফাতেমার উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অতীশ সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভিপি জাকির হোসেন, আব্দুস ছামাদ মাঝি, ইকবাল সরকার, আবুল বাসার খান, শুকলাল দেবনাথ, গোলাম কিবরিয়া খোকন, ইকবাল বাহার, আব্দুর রহিম পারভেজ, জাকির হোসেন, শিমুল বিল্লাল, শেখ জাকির হোসেন, কামাল উদ্দিন খন্দকার, উপজেলা পরিবার পরিবল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা আক্তার, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেন প্রমুখ।
আলোচনা অনুষ্ঠানে ৩০ পরিবারকে সেলাই মেশিন ও ৫ জন নারীকে ১০ হাজার করে নগদ অর্থ বিতরণ, কুড়েরপাড় আদর্শ বিশ^বিদ্যালয় কলেজের গালর্স হেলথ কেয়ার কর্ণার এবং যাত্রাপুর, কুলুবাড়ি, রাজাবাড়ি, মুরাদনগর উত্তর, শ্রীকাইল, বায়তলা ভাগলপুর, কুড়েরপাড়, পায়ব, গোমতা, নবীপুর, গাজীপুর দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়।