ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
টিকটকে পরিচয়-প্রেম, নেপালি কন্যা ময়মনসিংহে
Published : Sunday, 13 March, 2022 at 2:42 PM
টিকটকে পরিচয়-প্রেম, নেপালি কন্যা ময়মনসিংহেটিকটকে পরিচয়, সেই থেকেই প্রেম। এভাবেই কেটে গেছে প্রায় আড়াই বছর। পরে নানা চড়াই-উৎরাই পেরিয়ে প্রেমিকা নেপালি কন্যাকে বিযে করলেন  গৌরীপুরের যুবক পলাশ। ময়মনসিংহের গৌরীপুরের সহনাটি ইউনিয়নের হতিহর গ্রামে পলাশ পালের বাড়ি। তিনি ওই এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক নিতাই চন্দ্র পালের ছেলে। 

পলাশের স্ত্রী অনুদেবী ভুজেল নেপালি বংশোদ্ভূত। তবে জন্ম ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার নকশালবাড়ি এলাকায়। অনুদেবীর বাবার চাকরির সুবাদে সেখানেই তাদের বসবাস।

পলাশের স্বজনেরা জানান, গত ৭ মার্চ  অনুদেবী ভুজেল পলাশের হাত ধরে বাংলাদেশে চলে আসেন। গত ১০ মার্চ পলাশের বড় বোন চিত্রনায়িকা জ্যোতিকা জ্যোতি ঢাকায় তাদের বিয়ের আয়োজন করেন। পরে শনিবার (১২ মার্চ) গৌরীপুরে বৌভাতের আয়োজন করে পলাশ পালের পরিবার।

 
বৌভাতে উপস্থিত থেকে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তি ও এলাকাবাসী। 

প্রেম ও বিয়ের বিষয়ে পলাশ পাল বলেন, পেশাগত কারণে আমি গত ছয় বছর সিঙ্গাপুরের একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম। সেখানে টিকটকের মাধ্যমে পরিচয় হয় অনুদেবীর সঙ্গে। সেও সিঙ্গাপুরের একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতো। সেই পরিচয় থেকেই আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এভাবে আড়াই বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নেই। তবে প্রথমে অনুদেবী আপত্তি করলেও ভালোবাসা দিয়েই সব জয় করি। অনুদেবী নেপালি, বাংলাসহ বেশ কিছু ভাষায় কথা বলতে পারে। তাই, আমার পরিবারের সঙ্গেও সে খুব সহজেই মানিয়ে নিতে পেরেছে।

 
নেপালি কন্যা অনুদেবী বলেন, সিঙ্গাপুরে অবস্থানকালে টিকটকের মাধ্যমে পরিচয় হয় পলাশ পালের সঙ্গে। তখনই ওকে আমার খুব পছন্দ হয়। তাই তাকেই জীবন সঙ্গী করে নিলাম। তাছাড়া, ওর বাবা-মা ও আত্মীয়রাও অনেক ভালো।  

বরের আত্মীয় সঞ্জিত কুমার পাল বলেন, অনুদেবীকে আমরা নিজের মেয়ের মতো বরণ করেছি। আশা করছি পরিবারের অভাব সে বুঝতে পারবে না। 

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি জানান, আমরা চার ভাই বোনের মধ্যে পলাশ সবার ছোট। অনুদেবীকে পছন্দের বিষয়টি আগে থেকেই আমাকে জানিয়েছিল। পলাশ চেয়েছিল তাকে বিয়ে করবে, তাই হয়েছে এবং বিয়ের মাধ্যমে তাদের প্রেমের সফল পরিণয় ঘটেছে।