ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সেঞ্চুরি হাতছাড়া করায় আক্ষেপ নেই শ্রেয়াস আইয়ারের
Published : Sunday, 13 March, 2022 at 2:53 PM
সেঞ্চুরি হাতছাড়া করায় আক্ষেপ নেই শ্রেয়াস আইয়ারেরশ্রীলঙ্কার বিরুদ্ধে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে চালকের আসনে রয়েছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। শনিবার (১২ মার্চ) গোলাপি বল টেস্টের প্রথম দিনেই টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস শেষ হয়ে গেছে। ২৫২ রান করে থেমে যায় রোহিত বাহিনী। 

টিম ইন্ডিয়াকে ২৫০ রানের গণ্ডি পার করানোর পিছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে শ্রেয়াস আইয়ারের। বেঙ্গালুরুর পিচে যখন রোহিত-বিরাটের মতো ব্যাটাররা রান তুলতে পারেননি, সেখানে স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে দেখা গেল আইয়ারকে। শুধু তাই নয়, বেশ ভালো রানও তুললেন কলকাতা নাইট রাইডার্সের এই অধিনায়ক। মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন তিনি। তবে তা নিয়ে মোটেও আক্ষেপ নেই তার।

ছয় নম্বরে ব্যাট করতে নেমে ৯৮ বলে ৯২ রানের দুর্র্ধষ ইনিংস খেলেন শ্রেয়স। এই ইনিংস শ্রেয়াস সাজিয়েছিলেন ১০টি চার ও ৪টি ছয় দিয়ে। তবে সেঞ্চুরিটা করে মাঠ ছাড়তে পারেননি শ্রেয়স। কিন্তু এই পিচে পঞ্চাশ রান করাটাই তার কাছে শতরানের মতো বলে জানালেন শ্রেয়াস আইয়ার। 
তিনি বলেন, শতরান না পাওয়ায় খারাপ লেগেছে ঠিক। দিন্তু দলগত দিক থেকে দেখতে গেলে আমরা ২৫০ রানের বেশি রান করেছি। এই উইকেটে যা একটা লড়ার মতো রান। সেঞ্চুরি হাতছাড়া করায় আমার কোনও আক্ষেপ নেই। দলের জন্য খেলি আমি। ব্যক্তিগতভাবে আমি অনুভব করেছি যে হাফসেঞ্চুরিটাই যেন একটা সেঞ্চুরির মতো। তাই আমি সেভাবেই উদযাপন করেছি। এটা আমার কাছে সেঞ্চুরির মতো অনুভূতিই ছিল।

তিনি আরও বলেন, প্লেয়াররা বল ডিফেন্ড করেছে, নিক করার অনেক সুযোগ ছিল এবং এই উইকেটে বাউন্সও ছিল। বল ডিফেন্ড করতে করতে এই উইকেটে খুব নেতিবাচকভাবে খেলা যায় না। মাঠে নামলেই একটা ইতিবাচক অভিপ্রায় থাকবে। উইকেটটা খুব ভালো বলব না। তবে এটা ঠিক যে এটা বোলার ফ্রেন্ডলি উইকেট।

চা বিরতির ঠিক আগে ক্রিজে আসেন শ্রেয়স। তাই তার মতে শুরুটা তার জন্য একটু কঠিন ছিল। তিনি বলেন, প্রথম ৫টা বল আমার জন্য সত্যি খুব কঠিন ছিল। কারণ আমি চা বিরতির ঠিক আগে গিয়েছিলাম। সেই সময়ে আমি খুব নার্ভাস ছিলাম এবং সেই দুইটি ওভার ঠিকমতো খেলতে চেয়েছিলাম। এরপর যখন আমি এসেছিলাম এবং আমরা কোচদের সঙ্গে আলোচনা করেছিলাম। যে আমি উইকেটে কী পরিকল্পনা নিয়ে যাচ্ছি। এবং আমি খুশি পরিকল্পনা কাজে লাগাতে পেরে।