ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইনস্টাগ্রাম স্টোরি ডাউনলোড করবেন যেভাবে
Published : Sunday, 13 March, 2022 at 6:48 PM
ইনস্টাগ্রাম স্টোরি ডাউনলোড করবেন যেভাবেপ্রতিনিয়ত বাড়ছে ইনস্টাগ্রামের ব্যবহারকারীর সংখ্যা। ছবি শেয়ার, রিলস ব্যবহারসহ বিভিন্ন ফিচারেই আকর্ষণ বাড়ছে ব্যবহারকারীদের। বলা যায় ইনস্টাগ্রামের পরিশ্রম সার্থক। কারণ নতুন নতুন এসব ফিচারের কারণে ইনস্টাগ্রাম গত বছর থেকে বেশ ব্যস্ততায় দিন কাটিয়েছে।

ইনস্টাগ্রামের আরেকটি জনপ্রিয় ফিচার হচ্ছে এর স্টোরি। ইনস্টাগ্রামের যে কোনো প্রোফাইলেই স্টোরি দেওয়া সম্ভব। যে কেউ সেই স্টোরি দেখতে পারেন। অথবা প্রাইভেসি সেটিংস অদল বদল করলে নির্দিষ্ট ইনস্টাগ্রাম ব্যবহারকারী ছাড়া আর কেউ ওই স্টোরি দেখতে পাবেন না।

ইনস্টাগ্রাম স্টোরি ডাউনলোড করে রাখতে পারেন। খুব সহজেই এই কাজটি করা যায়। চলুন জেনে নেওয়া যাক ইনস্টাগ্রাম স্টোরি ডাউনলোড করার উপায়-

> প্রথমে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগইন করুন।
> এরপর ইওর স্টোরি (Your Story) সেকশনে ক্লিক করুন।
> সেখানে সেটিংস বাটনে ক্লিক করলে সেভ অথবা সেভ ফটো/ ভিডিও অপশন দেখতে পাবেন।
> সেখানে ক্লিক করলে নির্দিষ্ট ভিডিও বা স্টোরি সেভ করা সম্ভব।

অন্য কোনো ব্যবহারকারীর স্টোরি ডাউনলোড করতে পারবেন না। স্ক্রিন রেকর্ড অথবা স্ক্রিনশট নিতে পারেন। তবে
থার্ড পার্টি অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে অন্য ব্যবহারকারীর ইনস্টাগ্রাম স্টোরি ডাউনলোড করতে পারেন।