বৈচিত্র্যময় চরিত্রের অধিকারী ক্রিকেটার নাসির হোসেন। গত কয়েকবছর ক্রিকেট মাঠের চেয়ে বাইরের খবরেই সবচেয়ে বেশি শিরোনামে থাকতে হয়েছে তাকে। মাঝে বিপিএল গেলেও খেলতে পারেননি। এবার সামনে চলে এলো ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর, ঢাকা প্রিমিয়ার লিগ।
নাসির হোসেন খেলবেন এবার প্রাইম ব্যাংকের হয়ে। প্রিমিয়ার লিগে খেলবেন, তাই আবার নাসির মিরপুরমুখি হয়েছেন। ব্যাট-বলের সঙ্গে সখ্যতা বাড়াচ্ছেন। অনুশীলন করছেন পুরোদমে। এই প্রিমিয়ার লিগ দিয়ে তিনি জাতীয় দলে না আসতে পারলেও কাছাকাছি আসতে চান। অর্থ্যাৎ প্রিমিয়ার লিগকে তিনি নিয়েছেন জাতীয় দলের কাছাকাছি আসার মাধ্যম হিসেবে।
আজ মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপে প্রিমিয়ার লিগে নিজের লক্ষ্যের কথা জানান দিতে গিয়ে নাসির বললেন, ‘অনেক দিন ধরেই আমি খেলার বাইরে। সর্বশেষ জাতীয় লিগ খেলেছি। তারপর আর সেভাবে ম্যাচ খেলা হয়নি। চট্টগ্রামে হয়ত ২-৩টা ম্যাচ খেলেছি। তাছাড়া ম্যাচ খেলা হয়নি। তাই এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। সব টুর্নামেন্টই একজন খেলোয়াড়ের জন্য গুরুত্বপূর্ণ। তো এটা আমার জন্য একটা সুযোগ। এখানে পারফর্ম করে যেন আবার আমি জাতীয় দলের কাছাকাছি আসতে পারি। এটাই ফোকাস থাকবে, পারফর্ম করব ইনশাআল্লাহ্।’
তবে নাসিরের মূল লক্ষ্য, যেখানেই খেলুক কেন, পারফর্ম করা। তিনি বলেন, ‘যেখানেই খেলি না কেন সবসময় পারফর্ম করার চেষ্টা করি। আমার মত সব খেলোয়াড়ই জাতীয় দলে খেলতে চায়। আমিও চাই। কিন্তু এটার একটা প্রক্রিয়া আছে। পারফর্ম করেই জাতীয় দলে খেলতে হবে।’
এ কারণে পারফরম্যানের দিকেই তার নজর বেশি। নাসির বলেন, ‘তাই পারফরম্যান্সের দিকেই আমার ফোকাস বেশি। পারফর্ম না করলে তো যেতে পারবেন না। তাই ঐ জিনিস নিয়ে চিন্তা করতে গিয়ে পারফরম্যান্স খারাপ করলে হবে না। ডিপিএলে কীভাবে পারফর্ম করব, কীভাবে দলকে জেতাব এটাই এখন আমার মনোযোগ। পারফর্ম করলে সহজ হবে।’