ইংল্যান্ডকে জয় বঞ্চিত করলেন বনার-হোল্ডার
Published : Monday, 14 March, 2022 at 12:00 AM
অ্যান্টিগায়
প্রথম টেস্ট জিততে ওয়েস্ট ইন্ডিজকে ২৮৬ রানের লক্ষ্য দিয়েছিল ইংল্যান্ড।
দুই সেশন বাকি থাকায় রুটরা জয়ের সম্ভাবনাও তৈরি করেছিল। কিন্তু মুহূর্তের
উত্তেজনা সময় গড়াতেই উবে গেছে এনক্রুমাহ বনার ও জেসন হোল্ডারের অসাধারণ
প্রতিরোধে। ফলে সিরিজের প্রথম টেস্ট নিষ্পত্তি হয়েছে ড্রয়ে।
১ উইকেটে
২১৭ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। মাঠে নেমেই ২৪তম টেস্ট
সেঞ্চুরি পূরণ করেছেন ইংলিশ অধিনায়ক জো রুট। ১২১ রান করা জ্যাক ক্রলি
ফেরার পর কিছুক্ষণ প্রতিরোধ দিয়েছেন ড্যান লরেন্স। তবে ইংলিশ এই ব্যাটার ৩৭
রানে ফেরার পর ছন্দ পতন ঘটে সফরকারীদের ইনিংসে। মোট ১৩২ রান যোগ করতেই
ইংল্যান্ড হারায় ৫ উইকেট। রুট আউট হয়েছেন ১০৯ রানে। জয়ের একটা সুযোগ তৈরি
করতেই লাঞ্চের ২০ মিনিট আগে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। তখন স্কোর
ছিল ৬ উইকেটে ৩৪৯ রান।
আলজারি জোসেফ নিয়েছেন ৩টি উইকেট। দুটি নিয়েছেন কেমার রোচ, একটি জেসন হোল্ডার।
রুট
যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তাতে মনে হচ্ছিল জয় বুঝি সম্ভাব্য! কারণ, চা
পানের বিরতির আগে-পরে মিলিয়ে মাত্র ৮ রানে ক্যারিবীয়দের ৪ উইকেট তুলে নেয়
তারা। দলীয় ৬৭ রানে পড়ে চতুর্থ উইকেট। নিষ্প্রাণ পিচেও ঘূর্ণি জাদু দেখান
জ্যাক লিচ। ৫৭ রানে উইকেট নেন ৩টি।
এমন পরিস্থিতিতে ক্রিজে পড়ে থাকার
মন্ত্রেই বিশ্বাসী ছিলেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান এনক্রুমাহ বনার ও
অলরাউন্ডার জেসন হোল্ডার। ৩৫.৫ ওভার প্রতিরোধ গড়ে ৮০ রানের অবিচ্ছিন্ন জুটি
গড়েন তারা।
অবশ্য এই সময় হোল্ডারকে আউটেরও সুযোগ ছিল। রিভিউ নিলে
ক্যারিবীয় অলরাউন্ডারকে এলবিডাব্লিউতে আউটের সম্ভাবনা ছিল। কিন্তু সফরকারী
দল সেটি নেয়নি। শেষ পর্যন্ত ৪ উইকেটে ১৪৭ রানে দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে
স্বাগতিকদের। ১৩৮ বল খেলা বনার ৩৮ রানে অপরাজিত থেকেছেন। ম্যাচসেরাও হন
তিনি। ১০১ বল খেলা হোল্ডার অপরাজিত ছিলেন ৩৭ রানে।