করাচি টেস্টে অস্ট্রেলিয়ার রানের পাহাড়
Published : Monday, 14 March, 2022 at 12:00 AM
প্রথম
দিন সাজিদ খানের বলে সিঙ্গেল নিয়েই তিন অঙ্ক ছুঁয়েছিলেন উসমান খাজা।
সিরিজের দ্বিতীয় টেস্টে এমনভাবে প্রতিরোধ গড়েছিলেন, মনে হচ্ছিল ঐতিহাসিক
ডাবলটাও বুঝি পেয়ে যাবেন। কিন্তু ব্যক্তিগত ১৬০ রানে তাকে থামিয়ে দিয়েছেন
সেই সাজিদ খান-ই। তবে খাজার বিদায়ের পরেও অস্ট্রেলিয়াকে রান পাহাড়ে চড়া
থেকে রুখতে রাখতে পারেনি পাকিস্তান। করাচি টেস্টের দ্বিতীয় দিন শেষেও
অস্ট্রেলিয়া চালকের আসনে। প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫০৫ রানে দিন শেষ করেছে।
অস্ট্রেলিয়ার
রানের পাহাড় গড়ার দিনে খাজার মতো হতাশ করেছেন অ্যালেক্স ক্যারিও। ৬৫ রানে
একবার জীবন পেয়েছিলেন। কিন্তু দ্বিতীয় জীবন পাওয়া ইনিংসটাকে সেঞ্চুরিতে রূপ
দিতে পারলেন না! দিনের খেলা শেষ হওয়ার দুই ওভার আগেই খণ্ডকালীন স্পিনার
বাবর আজমের বলে বোল্ড হয়ে ফিরেছেন।
অথচ খাজার পর ক্যামেরন গ্রিন ২৮ রানে
ফিরলে দলকে টেনে নিচ্ছিলেন অজি উইকেটকিপার ব্যাটারই। ৯৩ রান করে সেঞ্চুরির
অপেক্ষায় ছিলেন। কিন্তু বাবরের বলে ৭ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে
তাকে।
অবশ্য পিচের কন্ডিশন পাল্টানোর পরেও প্রথম ইনিংস ঘোষণা করেননি
অধিনায়ক প্যাট কামিন্স। দিন শেষে ক্রিজে আছেন মিচেল স্টার্ক (২৮) ও প্যাট
কামিন্স (০)। অস্ট্রেলিয়া দুই দিন ব্যাট করেছে ১৮০ ওভার। ২০০০ সালের পর যা
এশিয়াতে তাদের সর্বোচ্চ!