ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কপিলের রেকর্ড ভেঙে দিলেন পান্ত
Published : Monday, 14 March, 2022 at 12:00 AM
ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পান্ত রোববার দেশের হয়ে দ্রুততম টেস্ট হাফ সেঞ্চুরি করেছেন। বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় দিন ২৮ বলে পঞ্চাশ ছোঁন তিনি।
পান্ত ভেঙেছেন প্রায় চার দশকের রেকর্ড। কপিল দেবকে পেছনে ফেলে এখন তিনিই ভারতের দ্রুততম টেস্ট হাফ সেঞ্চুরিয়ান। ভারতের সাবেক অধিনায়ক ১৯৮২ সালের ডিসেম্বরে করাচি টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৩০ বলে হাফ সেঞ্চুরি করেন। তার এই ইনিংস বিফলে যায় পাকিস্তান ইনিংস ও ৮৬ রানে জিতলে।
পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে পান্ত দারুণ কীর্তি গড়ার পর আর তিন বল ক্রিজে টিকে ছিলেন। তার ৫০ রানের ইনিংস ছিল ৩১ বলে ৭ চার ও ২ ছয়ে সাজানো, আউট হন প্রবীণ জয়াবিক্রমাকে ফিরতি ক্যাচ দিয়ে।
এর আগে দিনের শুরুতে যশপ্রীত বুমরা পাঁচ উইকেট নেন। ঘরের মাঠে এটি তার প্রথম ফাইফার। শ্রীলঙ্কার লোয়ার অর্ডার দাঁড়াতে পারেনি। ১০৯ রানে অলআউট হয়। ৬ উইকেটে ৮৬ রানে রোববারের খেলা শুরু করে স্কোরবোর্ডে মাত্র ২৩ রান যোগ করে লঙ্কানরা।
ভারতের দ্বিতীয় ইনিংস শুরু হয় সাবলীল ব্যাটিংয়ে। রোহিত শর্মা ৪৬ ও হানুমা বিহারি করেন ৩৫ রান। বিরাট কোহলির হতাশাজনক ব্যাটিং অব্যাহত রয়েছে, মাত্র ১৩ রান করেন তিনি। প্রথম ইনিংসের মতো একইভাবে এলবিডব্লিউ হন।