ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
গ্যাটকো দুর্নীতি মামলা: অভিযোগ গঠনের শুনানি ফের পেছাল
Published : Monday, 14 March, 2022 at 12:00 AM
গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানি ফের পিছিয়ে ১০ মে ধার্য করেছেন আদালত।
এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার তিন নম্বর বিশেষ আদালতের বিচারক মোহাম্মদ আলী হোসাইন রোববার এ দিন নির্ধারণ করেন।
রোববার এ মামলার অভিযোগ গঠনের ওপর শুনানির দিন ছিল। কিন্তু অসুস্থ খালেদা জিয়া চিকিৎসকের পরামর্শে বাসায় বিশ্রামে থাকায় তার আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ সময় চেয়ে আবেদন করেন। শুনানি শেষে সময় মঞ্জুর করেন আদালত। এ নিয়ে এখন পর্যন্ত গ্যাটকো দুর্নীতি মামলার শুনানি ৩৮ বার পিছিয়েছে।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করে। পরের বছর ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়।
মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেছেন। গ্যাটকো দুর্নীতি মামলার ২৪ আসামির মধ্যে খালেদা জিয়ার কনিষ্ঠ ছেল  আরাফাত রহমান কোকোসহ আটজন এরই মধ্যে মারা গেছেন।