ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চেলসির মালিকসহ রাশিয়ার ৩৩ ধনকুবেরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা
Published : Monday, 14 March, 2022 at 11:52 AM
চেলসির মালিকসহ রাশিয়ার ৩৩ ধনকুবেরের বিরুদ্ধে নিষেধাজ্ঞারাশিয়ার ৩৩ ধনকুবেরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। এ নিষেধাজ্ঞার আওতায় আছেন ইংল্যান্ডের ফুটবল ক্লাব চেলসির মালিক রোমান আব্রামোভিচও। 

এ ছাড়া এই ৩৩ ধনকুবেরের নিকটাত্মীয়রাও নিষেধাজ্ঞার আওতায় পড়বেন বলে জানিয়েছে অস্ট্রেলিয়া। সোমবার এক ঘোষণায় অস্ট্রেলিয়া এ নিষেধাজ্ঞার কথা জানায়। খবর বিবিসি ও রয়টার্সের।

নিষেধাজ্ঞা আব্রামোভিচ ছাড়াও এ তালিকায় রয়েছেন অ্যালেক্সি মিলার, দিমিত্রি লেবেদেভ, সের্গেই চেমেজভ, নিকোলে তকারেভ, ইগোর শুভালভ ও কিরিল দিমিত্রিয়েভের মতো প্রায় তিন ডজন রুশ ধনকুবের। 

অস্ট্রেলিয়া জানিয়েছে, যেসব রুশ ধনকুবের ব্যাপক ব্যক্তিগত সম্পদের মালিক এবং রাশিয়ার জন্য তারা অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ তাদের টার্গেট করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

বিবৃতিতে বলা হয়, এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়া তার প্রতিশ্রুতি রক্ষা করেছে। অস্ট্রেলিয়ার সরকার ইউক্রেনের সার্বভৌমত্ব ও জনগণের প্রতি শক্ত সমর্থন পুনর্ব্যক্ত করেছে।