২৪ ঘণ্টায় রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়ে বড় সফলতা পেলো ইউক্রেন। রাশিয়ার চারটি যুদ্ধ বিমান, তিনটি হেলিকপ্টার এবং বেশ কয়েকটি চালকবিহীন বিমান ভূপাতিতের দাবি করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর স্টাফ। ইউক্রেনীয় বাহিনী কোন কোন মডেলের বিমান ভূপাতিত করেছে তা উল্লেখ করেনি কিয়েভ।
রুশ বাহিনী নতুন করে অগ্রগতি অর্জন করতে পারেনি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তবে বিবিসি ইউক্রেনের এমন দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
এই বিবৃতির আগে, রুশ বাহিনী ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে। বিশেষ করে পোল্যান্ড সীমান্তবর্তী লভিভের সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী। ঘটনাস্থলেই ৩৫ জন প্রাণ হারান। ন্যাটোর সীমান্ত সংলগ্ন দেশে রাশিয়ার মিসাইল হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
এছাড়া অবরুদ্ধ মারিউপোল, খারকিভ, সামি শহরে উভয় দেশের বাহিনীর মধ্যে তুমুল লড়াই অব্যাহত রয়েছে। শহরগুলোকে অনেকটা ঘিরে হামলা অব্যাহত রেখেছে রাশিয়ান যোদ্ধারা। ইতোমধ্যে বহু অবকাঠামো ধ্বংস্তূপে পরিণত হয়েছে।
সূত্র: বিবিসি।