কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ বিভিন্ন সভা গতকাল ১৪ মার্চ সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানা'র সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমার পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তাহমিনা হক পপি। উপস্থিত ছিলেন মুুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাষ্টার ও নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোঃ জহিরুল হক, মোঃ ফরিদ উদ্দিন, সাইফুল ইসলাম আলাউল, মনির হোসেন চৌধুরী, ওমর ফারুক, আতিকুর রহমান রিয়াদ, মোঃ আব্দুল্লাহ আল মামুন, আনিসুর রহমান ভূইঁয়া রিপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহাম্মদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম মুন্সী, বিআরডিবি কর্মকর্তা কাজী শফিকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমীন, থানার এসআই আনোয়ার হোসেন, ভগবান সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ, ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আহমেদ লাভলু বিজিবি শশীদল ও সালদানদী (বিওপি), ইসলামিক ফাউন্ডেশনের স্বমন্বয়কারী আব্দুল কাদের, বিআরডিবি চেয়ারম্যান আব্দুস সামাদসহ বাজার কমিটির সভাপতি সেক্রেটারী ও আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।
উক্ত সভায় মাদক,চোরাচালান,ইভটিজিং,বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। সিদ্ধান্তগুলো হলো- মাদক ও চোরাচালান প্রতিরোধে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করা এবং সীমান্ত এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়ে করনীয় নিয়ে আলোচনা, দিনের বেলায় ট্রাক চলাচল সীমিতকরণ করা হবে, চুরি, ছিনতাই ও ইভটিজিং প্রতিরোধে পুলিশ টহল জোরদার করা হবে, ওয়ার্ডভিত্তিক চুরি প্রতিরোধ কমিটি করা হবে, গরু জবাইয়ের পূর্বে ডাক্তারি পরীক্ষা করতে হবে।