ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করে শ্রেষ্ঠ হলেন এসআই নাজমুল
শাহীন আলম
Published : Monday, 14 March, 2022 at 7:20 PM
ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করে শ্রেষ্ঠ হলেন এসআই নাজমুলক্লুলেস মামলার রহস্য উদঘাটনে দ্বিতীয় বারের মত জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন দেবিদ্বার থানার উপ পরিদর্শক (এসআই)  মো. নাজমুল হাসান। ডাকাতি ও দুস্যতা মামলার রহস উদঘাটন ও মামলায় তিন আসামী গ্রেফতারসহ স্বীকারোক্তিমূলক জবানবন্ধী ও লুন্ঠিত মালামাল উদ্ধারে  শ্রেষ্ঠ হন তিনি। সোমবার দুপুরে কুমিল্লা জেলা মাসিক আইন শৃংঙ্খলা ও অপরাধ পর্যালোচনায় সভায় তাঁর হাতে ক্রেষ্ট ও পুরস্কার তুলে দেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)। এসময়  উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী আব্দুল রহিম, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মো. আফজাল হোসেন,  অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. রাজন প্রমুখ। 
জানা গেছে, গত ৭ জানুয়ারি দেবিদ্বার থানায় একটি ক্লুলেস ৩৯৪ ধারায় পেনাল কোড সংক্রান্ত মামলার ( নং ০৩)  ঘটনায় জড়িত তিন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণসহ ১টি লুণ্ঠিত মোবাইল উদ্ধার করেন। গ্রেফতারকৃহদের মধ্যে একজন দস্যু কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবাবনবন্ধী প্রদান করেন।   
এসআই মো. নাজমুল হাসান বলেন, পুরস্কার কাজের প্রেরণা ও দায়িত্বের প্রতি  শ্রদ্ধা ও ভালোবাসা বাড়িয়ে দিয়েছে। ইনশাল্লাহ আগামীতেও এ ধারা অব্যাহত রেখে আমার ওপর অর্পিত সব দায়িত্ব পালন করার চেষ্টা করব।