Published : Wednesday, 16 March, 2022 at 12:00 AM, Update: 16.03.2022 1:30:20 AM
শাহীন আলম, দেবিদ্বার ।।
কুমিল্লার
দেবিদ্বারে গোমতী নদীর দুই পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুটি মাটি
বোঝাই ট্রাক্টর আগুনে পুড়িয়ে দিয়েছেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার
(ইউএনও) আশিক উন নবী তালুকদার। এসময় গোমতী নদী থেকে অবৈধভাবে বালু তোলার
কারণে দুটি ড্রেজার নষ্ট ও পাইপ কেটে ফেলা হয়। এসময় ঘটনাস্থলে মাটি বোঝাই
কয়েকটি ট্রাক্টরকে ধাওয়া করলে চালক ট্রাক্টর ফেলে পালিয়ে যান। মঙ্গলবার
বিকালে গোমতী নদীর লক্ষীপুর এলাকায় ভ্রাম্যমান অভিযান পরিচালিত হয়। এতে
নেতৃত্ব দেন ইউএনও আশিক উন নবী তালুকদার। এসময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার
থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা, উপজেলা নির্বাহী অফিসের সাঁট
মুদ্রাক্ষরিক মো. কাউছার আলমসহ স্থানীয় ব্যক্তিরা।
জানা গেছে,
দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেটের আশ্রয়ে গোমতীর দুই পাড়ের প্রায়
৭০ কিলোমিটার বাঁধজুড়ে রাত-দিন শত শত মাটি বোঝাই ট্রাক্টর ওঠানামা করছে।
নদীর ভেতরের মাটি কাটার কারণে হুমকির মুখে পড়েছে বাঁধ, সড়ক ও সেতু। পরে
মঙ্গলবার বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা
নির্বাহী কর্মকর্তা মো. আশিক উন-নবী তালুকদার’র নির্দেশে গোমতীর নদীর
ভিতরে দুটি ট্রাক্টর আগুনে পুড়িয়ে দেন। অপরদিকে, চাঁনপুর ও ফতেহাবাদ
এলাকায় গোমতী নদী থেকে বালু উত্তোলন করায় দুটি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস
করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী
কর্মকর্তা মো. আশিক উন-নবী তালুকদার’র বলেন, গোমতী নদী থেকে অবৈধ ভাবে মাটি
কাটার সময় ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালীন সময়ে ট্রাক্টরের মালিক ও
শ্রমিকরা পালিয়ে যান। যার কারণে কাউকে জরিমানা করা যায়নি। গোমতী নদীকে
বাঁচাতে আরও কঠোর হবে উদ্যোগ নেয়া হবে। যারা মাটি কাটার সাথে জড়িত এদের
কাউকে ছাড় দেওয়া হবে না। এই অভিযান চলমান থাকবে।