ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নারীদের রেমিটেন্সের তথ্য নেই জেলা কর্মসংস্থান অফিসে
কুমিল্লা থেকে কর্মসংস্থান নিয়ে বিদেশগামীদের ৩ শতাংশ নারী
Published : Wednesday, 16 March, 2022 at 12:00 AM, Update: 16.03.2022 1:30:36 AM
কুমিল্লা থেকে কর্মসংস্থান নিয়ে বিদেশগামীদের ৩ শতাংশ নারীবশিরুল ইসলাম:
কুমিল্লা থেকে কর্মসংস্থান নিয়ে ২০২১ সালে বিদেশগামী নারীর সংখ্যা ৩২০জন। পুরুষের সংখ্যা ৯হাজার ৭শ ১০জন। পরিসংখ্যান মতে মোট বিদেশগামীর ৩শতাংশই নারী। এছাড়া গত ফেব্রুয়ারী মাসে কুমিল্লা থেকে কর্মসংস্থান নিয়ে বিদেশগামী ৪হাজার ৭শ ৮১জনের মধ্যে নারী ১শ ৩০জন। পুরষের সংখ্যা ৪হাজার ৬শ ৫১জন। কুমিল্লা জেলা কর্মস্থান ও জনশক্তি অফিসে সূত্রে এসব তথ্য পাওয়া গিয়েছে।  তবে বিদেশগামীদের নিয়ে সরকারীভাবে কাজ করা গুরুত্বপূর্ণ এই কার্যালয় থেকে নারীদের মাধ্যমে দেশে কি পরিমান রেমিটেন্স আসে এর কোন তথ্য পাওয়া যায়নি।
গতকাল দুপুর ৩টায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে সাংবাদিকরে সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অভিবাসী তথ্যকেন্দ্রের কাউন্সেলর এস এম রিফাত শাহরিয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ। আরো উপস্থিত ছিলেন অত্র অফিসের জরিপ অফিসার মো: তাজুল ইসলাম কুমিল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।  সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উঠে আসে প্রবাসীদের নানা সমস্যা ও এর সমাধান। সভায় জানানো হয় ১৯৮২ সাল থেকে ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত কুমিল্লা থেকে কর্মসংস্থানের জন্য বৈধ পথে মোট বিদেশগামীর সংখ্যা ১২ লাখ ৫ হাজার ৬৯৮ জন। এর মধ্যে পুরুষ ১১ লাখ ৬৭ হাজার ৯৩৩ জন এবং নারী ৩৭হাজার ৭শ ৬৫জন। অবৈধ পথে যাওয়া বিদেশগামীদের কোন তথ্য নেই এই কার্যালয়ে। তবে অবৈধ পথে বিদেশ না গিয়ে বৈধ পথে এবং  নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে  জেলা কর্মস্থান অফিস হাট-বাজার, ইউনিয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক লিফটলেট, হ্যান্ডবিল, পুস্তিকা, পোষ্টার, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে প্রচারণা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সভা সেমিনারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় সাংবাদিক, মাদ্রাসার শিক্ষক, ইমাম ও স্থানীয়ব্যক্তিদের সচেতনতা বৃদ্ধির কার্যক্রম চালিয়ে যাচেছ এই অফিসটি।  জেলা কর্মসংস্থান অফিস গত আড়াই মাসে মৃত প্রবাসীর পরিবারের আর্থিক অনুদানের ১২১টি নথি নিষ্পত্তি করেছে। ১২টি চিকিৎসা সাহায্যের আবেদন, ৩০টি আর্থিক অনুদানের আবেদন ও ১টি মৃত প্রবাসীর পরিবারের আর্থিক ক্ষতিপূরণ নিষ্পত্তি করেছে। আগের তুলনায় বর্তমানে বিদেশ গমনেচ্ছুদের জন্য নিরাপদে বিদেশ যাওয়ার পথ অনেকটা সহজ করেছে বলে অভিমত দিয়েছেন সংশ্লিষ্টরা।  শুধুমাত্র চলতি বছরের ফেব্রুয়ারী মাসে বৈদেশিক কর্মসংস্থানের জন্য বিএমইটি’র ডাটাবেজে ৪হাজার ৮শ ৩৬জন বিদেশ গমনেচ্ছুদের রেজিস্ট্রেশন করা হয়েছে। তাদের শতভাগ ফিঙ্গারপ্রিন্ট নিশ্চিত করেছে কর্মসংস্থান অফিস। বৈধ পথে বিদেশ গেলে টাকা সম্মান দুই ই বাড়ে। তাই জেলা কর্মসংস্থান অফিসে গিয়ে নিরাপদ অভিবাসন উন্নীত করতে কি করতে হবে, কি করা উচিত নয়, বিদেশে কাজ করতে কি কি কাগজপত্র প্রয়োজন, বিদেশ যেতে কত টাকা খরচ হবে, কিভাবে হয়রানি মুক্তি পাওয়া যাবে ও চুক্তি লঙগনের জন্য কি করতে হবে এসব বিনামূল্যে কুমিল্লা জেলা কর্মসংস্থান অফিস থেকে জানতে পারে সাধারন মানুষ। প্রবাস জীবনে কোন সমস্যা বা হয়রানির শিকার হলে অফিসের দেওয়া হেলপ লাইন নাম্বারে যোগাযোগ করে সহযাগীতা পেতে পেরে যে কেউ। দেশের বাইরে প্রায় ৩০টি’র বেশি দেশে বাংলাদেশ দূতাবাস রয়েছে। বিদেশ যাওয়ার পর ঐ দূতাবাস গুলো থেকে যে কোন সহযোগীতা পেতে পারে বাংলাদেশের যে কোন নাগরিক। সেখানে কাঙিখত সেবা না পেলে হেলপ লাইন নাম্বারে অভিযোগ করা যাবে। এছাড়া অভিবাসী তথ্য কেন্দ্র (এমআরসি) দেশের বাইরে কাজ করতে যেতে আগ্রহী বা অভিবাসী হিসেবে যেতে ইচ্ছুক ব্যক্তিদের সঠিক তথ্য অবহিত করার  মাধ্যমে সুষ্পুস্ট সিদ্ধান্ত নিতে সহায়তা করে। এমআরসি বহির্গামী এবং সম্ভাব্য অভিবাসীদের বিদেশে কাজ এবং জীবনযাপন পরিস্থিতি, কর্মসংস্থান প্রক্রিয়া, অভিবাসী শ্রমিকদের অধিকার ও দায়বদ্ধতা, অভিবাসন আইন ও নীতিমালা, গন্তব্য দেশগুলোর আইন সংস্কৃতির র্চ্চা, সুরক্ষা ব্যবস্থা গ্রহন, জাতীয় দক্ষতা উন্নয়ন ও বৃত্তিমূলক প্রশিক্ষন প্রোগ্রাম সম্পর্কিত তথ্য সরবরাহ করে থাকে। বৈদেশিক কর্মসংস্থান এবং অভিবাসীদের কল্যাণে বাংলাদেশ সরকার বৃত্তিমূলক প্রশিক্ষন প্রোগ্রাম সহ নানা উদ্যোগ গ্রহন করেছে।  অবৈধ ও অনিয়মিত অভিবাসনের ঝুঁকি ও বিপদ সম্পর্কিত তথ্য সরবরাহ করে যাচ্ছে। মূলত এমআরসি নিরাপদ অভিবাসন অভিবাসীদের স্বার্থ উন্নীত, তাদের অধিকার রক্ষা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে।   বর্তমানে সরকার কাজের জন্য গমনেচ্ছু কর্মীদের জন্য দেশের ৪২টি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের মাধ্যমে বিভিন্ন সেবা সহ  দেশের প্রায় ৬৫টি প্রশিক্ষন কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষন দিয়ে দক্ষ শ্রমিক তৈরি করছে। সরকারি তথ্য অনুযায়ী বৈদেশিক কর্মসংস্থানে কুমিল্লা জেলা বাংলাদেশে প্রথম, দ্বিতীয় চট্টগ্রাম এবং তৃতীয় ব্রাহ্মনবাড়িয়া।  এ অফিসটি কুমিল্লা ও ব্রাহ্মনবাড়িয়া জেলার বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীদের কল্যাণে কাজ করছে। কুমিল্লা জেলা অফিসে বিদেশগামী কর্মীদের রেজিস্ট্রেশন, ফিঙ্গার প্রিন্ট, প্রবাসী কর্মীদের এনওসি প্রদান ও অন্যান্য কল্যাণমুলক কাজ করে যাচ্ছে। দেশের প্রায় ১ কোটি মানুষ বিদেশে কঠোর পরিশ্রম করে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণ করে দেশের অর্থনীতির চাকা সচল রাখছে।