ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুদাফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির সভাপতি এডভোকেট মোঃ আবু তাহের
কুমিল্লা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ
Published : Wednesday, 16 March, 2022 at 12:00 AM, Update: 16.03.2022 1:31:19 AM
কুমিল্লা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণআবুল কালাম আজাদ ঃ
মুদাফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির সভাপতি এডভোকেট মোঃ আবু তাহের কুমিল্লা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাঁকে গত রোববার এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে মুদাফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির সদস্যগণ, অধ্যক্ষ, কলেজ সাধারণ শাখা, কলেজ কারিগরি বি.এম শাখা, ভোকেশনাল শাখা ও মাধ্যমিক শাখার শিক্ষকদের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।
মুদাফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির সভাপতি এডভোকেট মোঃ আবু তাহের কুমিল্লা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক ছাড়াও কুমিল্লা জেলা পরিষদের সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক, লাকসাম উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাকড্যা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুদাফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মান্নান মজুমদার। বক্তব্য রাখেন মুদাফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির অভিভাবক সদস্য মোঃ আবুল হাসেম, মুদাফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও কলেজের সাধারণ শাখার সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, জ্যেষ্ঠ প্রভাষক মোঃ শাহজাহান সিরাজ, জ্যেষ্ঠ প্রভাষক নিগার সুলতানা, মুদাফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও কলেজের কারিগরি শাখার প্রভাষক মোঃ আনিছুর রহমান, মুদাফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও কলেজের মাধ্যমিক শাখার সহকারী প্রধান শিক্ষক খন্দকার ফরিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক অমর কৃষ্ণ কর্মকার বিএসসি, মোঃ ছায়েদুর রহমান বিএসসি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মুদাফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির সদস্যগণ এবং কলেজ সাধারণ শাখা, কলেজ কারিগরি বি.এম শাখা, ভোকেশনাল শাখা ও মাধ্যমিক শাখার ৭৬ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে এডভোকেট মোঃ আবু তাহের বলেন, কুমিল্লা আইনজীবি সমিতির সদ্য নির্বাচনে আমি সাধারণ সম্পাদকসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের যে বিজয় হয়েছে এতে আমি জাতির জনকসহ সকল বীর শহীদদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং আমার এ বিজয়কে তাঁদের প্রতি উৎসর্গ করছি। আমি বিশ্বাস করি এ বিজয় জাতির জনকের আদর্শের বিজয়, মহান স্বাধীনতার স্বপক্ষের বিজয়। তিনি বলেন, আমি কুমিল্লা আইনজীবি সমিতির নির্বাচনে আওয়ামী আইনজীবি প্যানেলের পক্ষ থেকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার পর থেকে বিজয়ার্জন হওয়া পর্যন্ত আমার রাজনৈতিক অভিভাবক এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি মহোদয় নিয়মিত খোঁজ-খবর রেখেছেন এবং সার্বিক সহযোগিতা করেছেন। এছাড়াও কুমিল্লা জেলা ও মহানগর আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ আন্তরিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন।
তিনি আরো বলেন, আমাদের এ বিজয়ে আমি কুমিল্লা আইনজীবি সমিতির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞ জ্ঞাপন করছি। ইনশাআল্লাহ অতীতেও আমার উপর যতগুলো দায়িত্ব এসেছে আমি চেষ্টা করেছি সততার সাথে দায়িত্বগুলো পালনের জন্য। আগামীদিনেও অতীতের ন্যায় আমার উপর অর্পিত সকল দায়িত্ব যেন সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি সেজন্য আপনাদের সহযোগিতা ও দোয়া কামনা করছি। পরে তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করেন।