Published : Saturday, 19 March, 2022 at 11:29 AM, Update: 19.03.2022 11:35:14 AM
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। আজ শনিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৯২ বছর।তার জামাতা আহাদুজ্জামান মোহাম্মদ আলী বাংলা ট্রিবিউনকে জানান, তিনি গতকাল রাত থেকে সিএমএইচে লাইফ সাপোর্টে ছিলেন। তার ছোট ছেলে সোহেল আহমেদ তাকে মোবাইল ফোনে পিতার মৃত্যু সংবাদ দেন।
তিনি আরও জানান, এখনও কিছু চূড়ান্ত না হলেও যেহেতু তিনি প্রধান বিচারপতি ছিলেন সেহেতু হাইকোর্টে একটি ও গ্রামের বাড়িতে একটি জানাজা শেষে তাকে বনানীতে দাফন করা হবে; যেখানে তার স্ত্রী ও কন্যা শায়িত আছেন।প্রসঙ্গত, ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পেমই গ্রামে জন্মগ্রহণ করেন সাবেক রাষ্ট্রপতি ও অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ। তিনি ১৯৯০ থেকে ১৯৯১ সাল পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বার্ধক্যজনিত অবস্থায় দেশেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।