Published : Monday, 21 March, 2022 at 12:00 AM, Update: 21.03.2022 1:31:17 AM
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে কুমিল্লা জেলা প্রসাশন কর্তৃক আয়োজিত ১৭-২৩ মার্চ ২০২২ তারিখ পর্যন্ত অনুষ্ষ্ঠিতব্য মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার শুভ উদ্ভোধন ঘোষণা করা হয় গত ১৭ই মার্চ,২০২২। মাননীয় জেলা প্রশাসক,কুমিল্লা জনাব মোহাম্মদ কামরুল হাসান পড়ন্ত বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে উক্ত মেলা উদ্ভোধন করেন। উদ্ভোধনকালে তার সাথে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার,কুমিল্লা জেলা জনাব ফারুক আহমেদ। মেলায় সরকারি-বেসরকারি সহ মোট ২৬ টি প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো গত ১৬ মার্চ, ২০২২ তারিখে মেলায় নিজ নিজ স্টলে বিভিন্ন প্রাতিষ্ঠানিক এবং কাজ সম্পর্কিত বিষয়াবলীর উপর ভিত্তি করে সাজ সজ্জার কাজ করে থাকেন। এলজিইডি,কুমিল্লা প্রতিবারের মত এবারও নিজস্ব আঙ্গিকে মেলায় অংশগ্রহণ এবং স্টলের সাজসজ্জা করে থাকে। এলজিইডির সুযোগ্য নির্বাহী প্রকৌশলী জনাব মীর্জা মোঃ ইফতেখার আলী,সিনিয়র সহকারী প্রকৌশলী জনাব মোঃ আশরাফ জামিল,সহকারী প্রকৌশলী জনাব বিপ্লব কুমার বিশ্বাস,জনাব দীপু সূত্রধর মেলায় এলজিইডি’র স্টল উদ্ভোধনের সময় উপস্থিত থেকে মাননীয় জেলা প্রশাসককে অভ্যর্থনা জানান এবং ফিতা কাটার মধ্য দিয়ে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় এলজিইডি’র শুভ সূচনা করেন। পরবর্তীতে নির্বাহী প্রকৌশলী মহোদয় মাননীয় জেলা প্রশাসককে স্টলের সামনে সজ্জিত এলজিইডি’র বিভিন্ন কাজের মডেল ঘুরে ঘুরে দেখান।