Published : Monday, 21 March, 2022 at 12:00 AM, Update: 21.03.2022 1:31:22 AM
বুড়িচং প্রতিনিধি: ছাত্র জীবন শিক্ষা লাভের সময়। অধ্যায়নই শিক্ষার্থীদের প্রথম এবং প্রধান দায়িত্ব । এসময় শিক্ষার্থীরা মেধা মনন দিয়ে ভালোভাবে খেলা পড়া করে বেড়ে উঠলেই তারাই আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে ভুমিকা ব্যাপক রাখবে। লেখা পড়া ছাড়া জীবনে উন্নতি করা যায় না। উপরোক্ত কথাগুলো বলেন কুমিল্লা-৫ আসনের বীরমুক্তিযোদ্ধা এমপি এড. আবুল হাসেম খান। তিনি গতকাল ২০ মার্চ বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এরশাদ ডিগ্রী কলেজের উদ্যোগে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে কলেজ মাঠে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও বুড়িচং উপজেলার সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, কলেজের সভাপতি আলহাজ্ব মো. শাহআলম চেয়ারম্যান, বিদ্যোৎসাহী সদস্য এড. রেজাউল করিম খোকন। কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সহকারি অধ্যাপক মো. এনামুল হক যুক্তি ও সুমন মিত্রের পরিচালনায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খাঁন, সহকারি অধ্যাপক আবুল হাসেম, এনামুল হক বাংলা, কামরুল হাসান নাসিম,মিয়া আনোয়ার মোর্শেদ, কবির হোসেন ভুইয়া, শম্ভুরঞ্জন চৌধুরী প্রমুখ। এসময় কলেজের অন্যান্য সকল শিক্ষক ও কর্মচারীসহ উপস্থিত ছিলেন ষোলনল ইউপির চেয়ারম্যান হাজী বিল্লাল হোসেন, ষোলনল ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফ উদ্দীন মানিক, হিরু মিজান, উপজেলা যুবলীগ নেতা মাহাবুবুর রহমান ওয়ালটন, ছাত্রলীগের সভাপতি মো. গিয়াস উদ্দীন, সাধারণ সম্পাদক সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।