ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় বাজারমূল্য নিয়ন্ত্রণে কঠোর নজরদারি থাকবে: জেলা প্রশাসক
Published : Monday, 21 March, 2022 at 12:00 AM, Update: 21.03.2022 1:31:56 AM
কুমিল্লায় বাজারমূল্য নিয়ন্ত্রণে কঠোর নজরদারি থাকবে: জেলা প্রশাসকজহির শান্ত ||
কুমিল্লায় বাজারদর স্থিতিশিল রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে জানিয়ে কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেছেন, রমজানকে ঘিরে বাজারমূল্য নিয়ন্ত্রণে আমাদের কঠোর নজরদারি থাকবে। ইতোমধ্যে ভোক্তা অধিকার অধিদপ্তর, আমাদের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করছেন। ব্যবসায়ীদের বলবো, আপনার অবশ্যই ব্যবসা করবেন। কিন্তু জনগণকে জিম্মি করার প্রচেষ্টা করা হয়; যদি অন্যায়ভাবে অধিক মূল্য রাখা হয়-তাহলে আইনানুগ যা যা ব্যবস্থা নেয়া দরকার তা সবই করা হবে।
গতকাল কুমিল্লায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য ভর্তুকি মূল্যে বিক্রি কার্যক্রম উদ্বোধন বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাৎ হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শওকত ওসমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, সয়াবিন তেলের দাম বেড়ে যাওয়ার পর থেকেই কুমিল্লা নগরী সহ জেলার সবক’টি উপজেলায় মোবাইল টিম পরিচালিত হয়েছে। নানা অভিযোগে সেখানে সয়াবিন তেলসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে; দোকানি/ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। জব্দকৃত এসব পণ্য আমরা বিভিন্ন এতিমখানাসহ দরিদ্র মানুষদের মাঝে বিলি করে থাকি। আমি মাঝে মাঝে গাড়ি থেকে নেমে গরীব অসহায় মানুষকে সয়াবিন তেল দিয়ে দেই। এগুলো সেই জব্দকৃত পণ্য থেকেই দেওয়া হয়। বাজার স্থিতিশীল রাখতে অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, এক শ্রেণির মানুষদের মাঝে প্রবণতা আছে- তারা রমজান আসলে একবারেই একবারেই প্রয়োজনীয় সব জিনিষপত্র কিনে ফেলতে চান। এর ফলে বাজারে এর প্রভাব পড়ে, পণ্যের দাম কিছুটা বেড়ে যায়। তাই স্টক না করার আহবান জানিয়ে তিনি বলেন, পণ্য স্টক না করলে বাজারদর অটোমেটিক কমে যাবে।
মতবিনিময় সভায় জানানো হয়, কুমিল্লা জেলায় দুই ধাপে ২ লক্ষ ৬৪ হাজার ৭ শ ২৪টি পরিবার পাবে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য। এরমধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ৫৩ হাজার ২ শ ২৮ পরিবার পাবেন এই সুবিধা।
জেলা প্রশাসক বলেন, পণ্য বিতরণে কোন অনিয়ম হলে অথবা পণ্যের দাম বেশী নিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পরিবার প্রতি ৬কেজি পণ্য ও রমজানে ২ কেজি বাড়িয়ে ৮ কেজি পণ্য ক্রয় করতে পারবেন এ কার্ডধারীরা।