ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় গাঁজাসহ আটক ছাত্রলীগের তিন নেতা
Published : Monday, 21 March, 2022 at 12:00 AM, Update: 21.03.2022 1:32:01 AM
কুমিল্লায় গাঁজাসহ আটক ছাত্রলীগের তিন নেতানিজস্ব প্রতিবেদক: কুমিল্লার মুরাদনগর উপজেলায় ছাত্রলীগের ৩ নেতাকে গাঁজাসহ আটক করেছে পুলিশ। শনিবার (১৯ মার্চ) রাতে মুরাদনগর উপজেলা সদর এলাকার কাজী নোমান আহম্মেদ ডিগ্রি কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়। পরদিন রবিবার (২০ মার্চ) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হলো- জেলার হোমনা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলার শ্রীমুদি গ্রামের আক্তার হোসেনের ছেলে মাকসুদ পারভেজ (২৩), উপজেলা ছাত্রলীগে সদস্য ও উপজেলা সদর এলাকার ফজলু মিয়ার ছেলে এফ.জে লিটন (২৮) এবং ছাত্রলীগ নেতা ঢাকার খিলগাঁও বাগান বাড়ি এলাকার মৃত ইমদাদুল হক নান্টুর ছেলে নাজমুল হক অণিক (২৮)। অনিক হোমনা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকারের খালাতো ভাই সুবাদে প্রায়ই এখানে বেড়াতে আসেন।
পুলিশ জানায়, রাত টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু হেনা মোস্তফার নেতৃত্বে পুলিশ উপজেলা সদর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় কাজী নোমান আহাম্মদ ডিগ্রি কলেজের সামনে থেকে ওই তিনজনকে সন্দেহ হলে তাদের তল্লাশী করা। এসময় তাদের তিনজনের কাছ থেকে ৩০ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার ওজন প্রায় ১০০ গ্রাম বলে জানায় পুলিশ।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০০গ্রাম গাঁজাসহ ওই ৩ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাধে গ্রেফতারকৃতরা জানায়, উপজেলার কোম্পানীগঞ্জ বাজার থেকে ভাসমান মাদক ব্যবসায়ীদের কাছ থেকে গাঁজার পুড়িয়া ক্রয় করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর রোববার দুপুরে কারাগারে প্রেরণ করা হয়েছে।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউসার অণিক জানান, মাকসুদ পারভেজ, নাজমুল হক অনিক ও এফ.জে লিটনকে মাদকসহ আটকের বিষয়টি জেনেছি। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।