ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন
Published : Monday, 21 March, 2022 at 12:00 AM, Update: 21.03.2022 1:32:24 AM
কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুননিজস্ব প্রতিবেদক: কুমিল্লায়  ছুরিকাঘাতে মাসুক মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মাসুকের বড় ভাই জালাল। রোববার (২০ মার্চ) রাত  ৭টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার মাঝিগাছা গ্রামে মাসুকদের বাড়ির সামনেই এ খুনের ঘটনা ঘটে। নিহত মাসুক মিয়া ওই গ্রামের ফরিদ মিয়ার ছেলে। সে পেশায় একজন রং মিস্ত্রী। এদিকে ঘটনাস্থলেই এলাকাবাসী ঘাতক নাসির, অহিদ ও তার সহযোগীদের ধাওয়া করে গণপিটুনি দেয় এবং আটক করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে এক্স-রে করার নামে পালিয়ে যাবার সময় প্রধান অভিযুক্ত আহত নাসির  এবং মামুন নামে দুই জনকে আটক করে পুলিশ। তবে হাসপাতালে ভর্তি অহিদ নামে আরেক অভিযুক্তকে রাত সাড়ে ১১ টা পর্যন্ত খুঁজে পায় নি পুলিশ।   
নিহত মাসুকের স্ত্রী রুবি জানান, গত শুক্রবার শবে-বরাতের রাতে স্থানীয় মসজিদে তাবারুক বিতরণকে কেন্দ্র করে মাসুকের সাথে প্রতিবেশী নাসিরের বিরোধ চলে আসছিল। এ নিয়ে রোববার রাত  ৭টার দিকে উভয়ের মধ্যে ফের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নাসির ও তার সহযোগি অহিদসহ আরো ৫-৬ জন যুবক  মাসুককে মারধর করে এবং তাকে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। এসময় ছোট ভাইকে রক্ষা করতে এসে জালালও আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুককে মৃত ঘোষণা করেন। এদিকে এলাকার উত্তেজিত লোকজন ঘটনার পর ঘাতক নাসির ও সহযোগিদের গণপিটুনি দিয়ে একই হাসপাতালে ভর্তি করে। তবে মাসুকের সাথে অভিযুক্ত অহিদের মোটর সাইকেল কেনা সংক্রান্ত পূর্ব শত্রুতাও রয়েছে  বলে জানান রুবি।
তিনি আরো জানান, রোববার বিকেলে বাড়ি ফিরে দুই মেয়ে তাবাসসুম এবং মিথিলার সাথে খাবার খায় মাসুক। সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে বাড়ির সামনের একটি দোকানে যায় মাসুক। সেখানেই অতর্কিত হামলা হয় তার উপর।
নিহত মাসুকের ভাই জালাল জানান, প্রধান অভিযুক্ত নাসির এলাকায় এক জন মাদক ব্যবসায়ি। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। তবে এমন তুচ্ছ কারন নিয়ে নাসির, অহিদরা তাকে(মাসুককে) মেরে ফেলবে তা চিন্তা করা যায় না। আমরা জড়িত সবার দ্রুত গ্রেপ্তার ও শাস্তি দাবি করছি।
রাত ১০টার দিকে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের মরদেহ হেফাজতে নেয়। স্বজনদের সাথে কথা বলে তাদের দেয়া অভিযোগ এবং তথ্য অনুসারে দুই জনকে আটক করা হয়েছে। পলাতক অন্য অভিযুক্তদের আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ। রাত সাড়ে ১১টা পর্যন্ত এই খুনের ঘটনায় কোন মামলা হয় নি।