ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন ডা. খোরশেদ আলম
Published : Tuesday, 22 March, 2022 at 12:00 AM, Update: 22.03.2022 12:42:17 AM
জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন ডা. খোরশেদ আলমস্টাফ রিপোর্টার: আগামী কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য, জনসংখ্যা ও পরিবার কল্যাণ সম্পাদক ডা: এবিএম খোরশেদ আলম। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ডা. খোরশেদ আলম জানান, আমি দীর্ঘ ৫০ বছর যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত একজন কর্মী। দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি জেলার ত্যাগী কর্মীদের সাথে নিয়ে দলের পক্ষে বিভিন্ন সময়ে আমার উপর অর্পিত সকল দায়িত্ব যথাযথভাবে পালন করে আসছি।
তিনি বলেন, বিগত ২০১৬ সালের জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হতে মনোনয়ন চেয়েছিলাম। আসন্ন ২০২২ সালে অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনে আমি পুনরায় দলের পক্ষে চেয়ারম্যান পদে মনোনয়ন সাপেক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করছি। আমার দীর্ঘদিন জীবনের দলীয় ও সামাজিক কর্মকাণ্ড, দলের সংকটমুহূর্তে অবদান ও কমংসস্থানগত অবস্থান বিবেচনায় আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে প্রত্যাশা করছি।