ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বরুড়ায় মাদ্রাসার ৩ শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
Published : Tuesday, 22 March, 2022 at 12:00 AM, Update: 22.03.2022 12:42:50 AM
বরুড়ায় মাদ্রাসার ৩ শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগইলিয়াস আহমেদ, বরুড়া ||
কুমিল্লার বরুড়ায় মাদ্রাসায় পড়ুয়া তিন শিশু শিক্ষার্থীকে বিভিন্ন সময়ে ধর্ষণের অভিযোগ উঠেছে আলী আকবর (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ বিষয়ে ২০ মার্চ (রবিবার) রাতে ও ২১ মার্চ (সোমবার) দুপুরে বরুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ধর্ষণের শিকার তিন শিশুর অভিভাবক। অভিযুক্ত আলী আকবর উপজেলার নরিন গ্রামের আলী আজ্জমের পুত্র। ধর্ষণের শিকার তিন শিশু বরুড়ার ভবানীপুর ইউনিয়নের নরিন মহিলা মাদ্রাসার শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। মাদরাসার আঙ্গিনার পাশেই আলী আকবরের ঘর।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০ মার্চ ওই মাদ্রাসার শিক্ষার্থীরা মাদ্রাসার মাঠে খেলা করার সময় আলী আকবর চকলেটের লোভ দেখিয়ে তার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। রাতে শিশুটির মা বিষয়টি আঁচ করতে পেরে তাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে ওই রাতেই তারা এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন। পরদিন সোমবার একই অভিযোগে ওই মাদ্রাসার আরো দুই শিক্ষার্থীর অভিভাবক আলী আকবরের বিরুদ্ধের থানায় অভিযোগ করেন।
বিষয়টি নিশ্চিত করে নরিন মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মোঃ ইলিয়াছ বলেন, মাদরাসায় ৪ শ’ শিক্ষার্থী আছে। একজনকে ধর্ষণের অভিযোগ জানতে পেরে বাকিদের কাছ থেকে খোঁজখবর নিয়ে আরও দু’জনকে অসুস্থ পাওয়া গেছে। পরে তাদের অভিভাবকরা থানায় অভিযোগ করেছেন।
তিনি বলেন, জানতে পেরেছি, শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করতে নামলে আলী আকবর প্রায়ই ছোট শিশুদেরকে চকলেট, চানাচুর অথবা নগদ ১০ টাকার প্রলোভন দেখিয়ে তার ঘরে নিয়ে এ কাজ করে। মাদরাসার আঙ্গিনার পাশেই আলী আকবরের ঘর।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল বাহার মজুমদার বলেন, অভিযুক্ত আলী আকবর পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।