ব্যাটার মোহাম্মদ আশরাফুলের পরিচিতি বিশ্বজুড়ে। ব্যাট হাতে বাংলাদেশকে বড় বড় ম্যাচ জিতিয়েছেন। এখন জাতীয় দলের বাইরে থাকলেও আশরাফুলের মূল পরিচিতিটা ব্যাটার হিসেবেই।
যদিও লেগস্পিন বোলিং দিয়ে শুরু হয়েছিল তার ক্যারিয়ার। কিন্তু পরে পুরোদুস্তোর ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বোলিংটাও যে ছেড়ে দিয়েছিলেন, এমন নয়।
একটা সময় লেগস্পিন করলেও পরে অফস্পিনে হাত পাকান আশরাফুল। তবে সেটা পার্টটাইমার হিসেবে, দুই-চার ওভার দরকার হলে অধিনায়করা করিয়ে নিতেন।
কিন্তু আজ (মঙ্গলবার) ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের বিপক্ষে পুরোদুস্তোর বোলার হিসেবে দেখা গেলো আশরাফুলকে। ১০ ওভার হাত ঘুরালেন। মাত্র ২৩ রান দিয়ে একাই নিলেন ৫ উইকেট।