চার বছর পর মঙ্গলবার বিকালে সিলেট জেলা স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। ফিফা প্রীতি ম্যাচে লাল সবুজ দলের প্রতিপক্ষ মঙ্গোলিয়া। বাংলাদেশ দল সম্ভাব্য দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে যাচ্ছে। ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের জায়গায় আরেক তরুণ রিমন হোসেন সুযোগ পাচ্ছেন। সিলেটের ছেলে বিপলু আহমেদের জায়গায় সুযোগ পাচ্ছেন ডিফেন্সিভ মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ। দলীয় সূত্র থেকে জানা গেছে এমন তথ্য।
আগের দিন অনুশীলনে পায়ে ব্যথা পেয়েছেন বিশ্বনাথ। স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরাকে তাই একাদশে রিমনকে নিতে হয়েছে। আর নিজস্ব ছকের কারণে বিপলুর জায়গায় সুযোগ দিয়েছেন আতিকুর রহমান ফাহাদকে।
মালদ্বীপে জামালরা খেলেছিলেন ৪-৪-২ ছকে। আজ কাবরেরা সম্ভবত দলকে ৪-১-৪-১ ছকে খেলাতে চাইছেন।
সম্ভাব্য একাদশে তেকাঠির নিচে যথারীতি আনিসুর রহমান জিকোই ভরসা। লেফট ব্যাকে তরুণ ইয়াসিন আরাফাত থাকছেন। মাঝে টুটুল হোসেন হোসেন বাদশার সঙ্গে আছেন তারিক কাজী। ডানে রিমন হোসেন কাবরেরার মূল ভরসা। এরপরই ডিফেন্সিভ মিডফিল্ডার থাকছেন ফাহাদ।
মধ্যমাঠে অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে সোহেল রানা, রাকিব হোসেন ও মোহাম্মদ ইব্রাহিম আছেন। সুমন রেজা খেলবেন একমাত্র স্ট্রাইকার হিসেবে।
ফিফা র্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে থাকা মঙ্গোলিয়ার বিপক্ষে ২১ বছর আগে বাংলাদেশ সবশেষ জয় পেয়েছিল। তাই সৌদি আরবের দাম্মামে ৩-০ গোলে জেতা সেই ম্যাচটি হতে যাচ্ছে জামাল-সুমনদের বড় অনুপ্রেরণা।