ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
স্ট্যাটাসকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ৯৫ আসামি কারাগারে
Published : Tuesday, 29 March, 2022 at 7:03 PM, Update: 29.03.2022 7:07:15 PM
স্ট্যাটাসকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ৯৫ আসামি কারাগারেসুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে যুবকের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৯৫ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহিমের আদালতে এ মামলায় চার্জশিট পর্যন্ত অস্থায়ী জামিনে থাকা ৯৫ জন আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠান।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট ইন্সপেক্টর বদরুল আলম তালুকদার জানান, চার্জশিট পর্যন্ত অস্থায়ী জামিনে থাকা ৯৫ আসামির জামিন নামঞ্জুর করে অভিযোগপত্র গ্রহণ করেছেন বিচারক।

এডিশনাল পিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় আসামিরা অস্থায়ী জামিনে ছিলেন। আদালত আজ ৯৫ জন আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ মার্চ ফেসবুকে হেফাজত নেতা মামুনুল হককে কটাক্ষ করে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে নোয়াগাঁও গ্রামে হামলা চালিয়ে সংখ্যালঘুদের অর্ধশতাধিক ঘরবাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় প্রধান আসামি স্থানীয় ইউপি নেতা শহীদুল ইসলাম স্বাধীনসহ ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দেড় হাজার মানুষের বিরুদ্ধে দুটি পৃথক মামলা হয়।

নোয়াগাঁও গ্রামবাসীর পক্ষে একটি মামলা করেন হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল। অন্য মামলাটি করেন শাল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম। পরে পুলিশ ২টি মামলায় ১৮৬ জনকে আসামি করে অভিযোগপত্র আদালতে দাখিল করে।