কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আয়োজিত মুজিববর্ষ ক্রিকেট টুর্নামেন্টে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন একাদশ।
মঙ্গলবার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন।
এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী, সাধারণ সম্পাদক ড. মোকাদ্দেস-উল-ইসলাম, লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রশিদুল ইসলাম শেখ, পদার্থ বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহের, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকীসহ হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, গেল বছরের ১৬ মার্চ মুজিববর্ষ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়।