ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দুই মেয়েকে স্কুলে নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেলো মায়ের
Published : Wednesday, 30 March, 2022 at 12:00 AM
রাজধানীর মিরপুর-১৪ নম্বরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাবিনা ইয়াসমিন (৩১) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি রিকশায় ছিলেন। এ সময় তার সঙ্গে তার দুই মেয়ে শিশু ছিলেন। তবে তারা রক্ষা পেয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের দেবর জামিল হোসেন ও পথচারী লোকমান হোসেন জানান, চতুর্থ শ্রেণির ছাত্রী হুমায়রা ইয়াসমিন ওহি (৯) ও ছোট মেয়ে রাফিয়া ইয়াসমিন মিমকে (৬) নিয়ে রিকশায় বিএন স্কুলের দিকে যাচ্ছিলেন? মা সাবিনা ইয়াসমিন। মিরপুর-১৪ নম্বরের নেভি মার্কেটের সামনে ট্রাস্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাস রিকশাটিকে ধাক্কা দিলে দুই শিশু সন্তানসহ রাস্তায় পড়ে যান সাবিনা। শিশু দুটি অক্ষত থাকলেও সাবিনা গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল এবং পরে বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মৃত সাবিনা ইয়াসমিন বগুড়া জেলার ধুনট উপজেলার পশ্চিম ভরন শাহী গ্রামের সাইফুল ইসলামের মেয়ে এবং সিরাজগঞ্জের কাজীপুরের বাসিন্দা রফিকুল ইসলামের স্ত্রী। মিরপুর ১৪ নম্বর বিআরপি এলাকায় থাকতেন তারা।