বুড়িচংয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত
Published : Wednesday, 30 March, 2022 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি: নানান কর্মসূচির মধ্যদিয়ে কুমিল্লার বুড়িচং উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সারা দেশের ন্যায় প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রাঙ্গণে অবস্থিত মুক্তিযুদ্ধের শহীদের স্মৃতি ফলকে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বুড়িচং থানা, উপজেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠন, বিএনপি অঙ্গ সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান , পল্লী বিদ্যুৎ সমিতি-২ বুড়িচং, বিভিন্ন কলেজ, স্কুল-মাদ্রাসা, কিন্টারগার্ডেন এবং রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। পরে উপজেলার আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
উপজেলা প্রশাসন ঃ- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম, বুড়িচং থানার ওসি মোঃ আলমগীর হোসেন, ওসি তদন্ত মোঃ মাকসুদ আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ মীর হোসেন মিঠু, উপজেলা প্রকৌশলী মোঃ আলিফ আহাম্মদ অক্ষর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাঈদুল মোর্শেদ মুরাদ সহ বিভাগীয় বিভিন্ন কর্মকর্তাগণ।
উপজেলা আওয়ামী লীগ ঃ- কুমিল্লা -৫ আসনের সাংসদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক পিপি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আবুল হাসেম খান এমপির নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধান অতিথি হিসেবে। এর পূর্বে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড, মাহাতাবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান চেয়ারম্যান, মোঃ আবুল হাসেম মেম্বার, হাজী মোঃ আবু তাহের চেয়ারম্যান, প্রকৌশলী লায়ন আল আমিন, আব্দুর রহিম মাষ্টার, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু সালেক মোঃ সেলিম রেজা যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড.রেজাউল করিম খোকন, সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক,বীর মুক্তি যোদ্ধা আবুল কাসেম মাষ্টার, আলহাজ্ব প্রকৌশলী মোঃ জয়নাল আবেদীন চেয়ারম্যান, হাজী মোঃ বিল্লাল হোসেন, ইস্কান্দার আলী ভূইয়া আমির, হাজী নেয়াজ আলী সর্দার, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন বাচ্চু, বন ও পরিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রশিদ, নেতা আব্দুর রশিদ পেপার, আব্দুল কুদ্দুস, শামীমুল ইসলাম হাবুল, সদর ইউনিয়ন সভাপতি বিষ্ণু কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক মোঃ মাজেদুল ইসলাম মেম্বার, পীর যাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন ঠিকাদার,বাহারুল ইসলাম জহির মেম্বার, বাকশীমূল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান খান হিমেল, রিপন খান মেম্বার, ষোলনল ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোঃ সাইফ উদ্দিন মানিক, সাংগঠনিক সম্পাদক মোঃ বাদল খা মেম্বার, আইন বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম ভূইয়া, ভারেল্লা উত্তর ইউনিয়ন এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলিফ রায় হান হামিদ, আজমির হোসেন, ডা. লিল মিয়া, উপজেলা যুব লীগ নেতা সাবেক উপজেলা ছাত্র লীগেরসাবেক সভাপতি মোঃ জালাল উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান, মোঃ মাহাতাবুর রহমান ওয়ালটন, মাহাতাবুর রহমান ইন্স্যুরেন্স, হিরো মিজান, সিরাজুল ইসলাম ঠিকাদার, আক্তার হোসেন আকাশ, নাসির উদ্দীন বাদশা, স্বপন দেওয়ান, সাইফুল ইসলাম বাদল, আশিকুর রহমান খান, সেলিম হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ গিয়াস উদ্দিন, সুমন, শাহাব উদ্দিন সোহাগ। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
জাতীয় পার্টিঃ- উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন মাস্টার ও সাবেক সভাপতি মোঃ নুরুল হক মাষ্টার এবং সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপণ করে। এসময় উপস্থিত ছিলেন জাপার উপজেলার সহ-সভাপতি জামাল উদ্দিন মেম্বার (পুলিশ) উপজেলা জাপার যুগ্ম সম্পাদক আব্দুল ওহাব মেম্বার, ময়নামতি ইউনিয়নের সভাপতি সবুর খান, বাকশীমূল ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,জেলা যুব সংহতির নেতা মোঃ ওমর ফারুক সাইবার পার্টি, উপজেলা যুব সংহতির সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মনির হোসাইন, সদর ইউনিয়ন এর সভাপতি শামীম খান, সফিকুল ইসলাম বাবুল। উল্লেখ্য যে উপজেলার ১নং রাজাপুর ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ডের বারেশ্বর গ্রাম থেকে উপজেলা জাপার যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল ওহাব বিপুল ভোটের ব্যবধানে মেম্বার নির্বাচিত হওয়ায় তাকে উপজেলা জাপার পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানান।
বুড়িচং ইসলামিয়া মাদ্রাসা ঃ- বুড়িচং উপজেলা সদরে অবস্থিত বুড়িচং ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাও, মোঃ আবুল হোসাইন আলক্বাদরীর নেতৃত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। এসময় মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যোগে কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলমের
নেতৃত্বে উপজেলা কমপ্লেক্স স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কলেজ মিলনায়তনে দিবসের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান, এম.এ আজিজ
পাটোয়ারি, সহকারি অধ্যাপক মিয়া আনোয়ার মোর্শেদ, আবুল হাসেম, শিহাব উদ্দীন, সুমন মিত্র, সাইফুল ইসলাম, ইব্রাহিম হোসেন, আবু জাহের, অধ্যাপক কবির হোসেন, সহকারি লাইব্রেরিয়ান কামাল হোসেন, অমর কৃষ্ণ শীল, আবু কাউছার, মো. নজরুল ইসলাম সহ অন্যান্য অধ্যাপক সহকারী অধ্যাপক ও প্রভাষকগণসহ সকল শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। এছাড়া, দিবসটি পালন উপলক্ষে বিএনসিসির একটি চৌকস দল বিশেষ কুচকাওয়াজে অংশ নেয়।
বুড়িচং ফজলুর রহমান মেম্যোরিয়্যাল কলেজ অব টেকনোলজি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষ্যে বুড়িচং উপজজেলা সদরে অবস্থিত ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজি উদ্যোগে শহীদ মিনার ও বঙ্গবন্ধুর
মোড়ালে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে দিবসের তাৎপর্য্য নিয়ে কলেজের অধ্যক্ষ মো. আবু তাহেরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারি অধ্যাপক মনিরা ইয়াছমিন ও ট্রেড ইনস্ট্রক্টর মনির হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক মো. গিয়াস উদ্দীন, মো. রবিউল আলম, মো. মনিরুল ইসলাম, ইনস্ট্রক্টর আবদুল জলিল ভুইয়া, আনোয়ার হোসেন, ট্রেড ইনস্ট্রাক্টর নিজাম উদ্দীন, মো. দেলোয়ার হোসেন, প্রদর্শক মো. শাহজাহান, সহকারী শরীর চর্চা শিক্ষক মো. মকবুল হোসেনসহ অন্যান্য সকল শিক্ষকবৃন্দ।