Published : Wednesday, 30 March, 2022 at 12:00 AM, Update: 30.03.2022 12:24:53 AM
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম বলেছেন, দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশে এখন আর খাদ্য আমদানি করতে হয় না বরং উৎপাদনের দিক থেকে দেশ এখন বিশ্বের দ্বিতীয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ অর্জন সম্ভব হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
কৃষক বাচাঁও-দেশ বাচাঁও শ্লোগানে মনোহরগঞ্জ উপজেলা মিলনায়তনে কৃষকলীগের ত্রি বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা জেলা কৃষক লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নির্মল পাল। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক লুৎফুর বারী চৌধুরী৷
বাংলাদেশ কৃষকলীগ মনোহরগঞ্জ উপজেলা সভাপতি আবুল ওহাবের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি ও কুমিল্লা আঞ্চলিক উপ-কমিটির আহবায়ক আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মুজিবুর রহমান মিয়াজি, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো: জাকির হোসেন, মনোহরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আমিরুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা যুবলীগের কাযর্নিবাহী সদস্য মো: কামাল হোসেন।
সম্মেলনে আওয়ামী লীগ কৃষক লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে আব্দুল ওহাবকে সভাপতি ও মোঃ ফয়সাল বাবুলকে সাধারণ সম্পাদক করে মনোহরগঞ্জ উপজেলা কৃষক লীগের কমিটি গঠন করা হয় ।