Published : Wednesday, 30 March, 2022 at 12:00 AM, Update: 30.03.2022 12:43:44 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার মুরাদনগরে হাসপাতালে চিকিৎসক ও লাইসেন্স প্রদানে ব্যর্থ হওয়ায় শারমিন আরিফ হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতাল সিলগালা করা হয়েছে। এ সময় ওই হাসপাতালটির মালিকপক্ষকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ।
জানা যায়, উপজেলার বাঙ্গরা বাজার থানা সদরে শারমিন আরিফ হাসপাতালটি অবস্থিত। দীর্ঘদিন ধরে সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে কোন প্রকার ডাক্তার ছাড়াই একটি বাসা ভাড়া নিয়ে প্রসবসহ নানা চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছিল শারমিন সুলতানা নামের এক মিডওয়াইফ। সে নবীনগর উপজেলার কনিকাড়া গ্রামের নান্নু চৌধুরীর মেয়ে ও বাবুল সরকারের স্ত্রী। এর আগে প্রায়ই গাইনি সার্জন চিকিৎসক ছাড়াই বিভিন্ন অপারেশন চলছে এমন অভিযোগ দেন রোগীরা। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল আলম বলেন, ‘বিভিন্ন ভাবে শারমিন আরিফ হাসপাতালের বিরুদ্ধে কোন প্রকার ডাক্তার ও লাইসেন্স ছাড়াই হাসপাতালের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই পরিপেক্ষিতে হাসপাতালটিতে মোবাইল কোর্টের সঙ্গে অভিযানে যাই। অভিযানে হাসপাতালের লাইসেন্স দেখাতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। এ ছাড়াও কোন প্রকার ডাক্তার ছাড়াই হাসপাতাল পরিচালনা করার প্রমাণ পাওয়া গেছে।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ বলেন, ‘হাসপাতালটির লাইসেন্স নেই ও ডাক্তার ছাড়া হাসপাতাল পরিচালনা করার অপরাধে মালিক পক্ষকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি হাসপাতালটি অনির্দিষ্ট কালের জন্য সিলগালা করা হয়েছে।’