ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভাষণ দেবেন জেলেনস্কি
Published : Wednesday, 30 March, 2022 at 11:53 AM
এবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভাষণ দেবেন জেলেনস্কিগত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এই এক মাসেই কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পূর্ব ইউরোপের এই দেশটির অনেক শহর। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। উত্তেজনার পারদ বাড়তে থাকায় বাড়ছে রুশ পারমাণবিক অস্ত্রের ব্যবহারের আশঙ্কাও।

এমন পরিস্থিতিতে এবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভাষণ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

বৃহস্পতিবার সন্ধ্যায় তার এ ভাষণ দেওয়ার কথা রয়েছে। অস্ট্রেলিয়ার কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী স্টুয়ার্ট রবার্ট দেশটির পার্লামেন্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আলজাজিরার।
ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযানের’ বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ের প্রচেষ্টার অংশ হিসেবে এ ভাষণ দেবেন তিনি।

স্টুয়ার্ট রবার্ট জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় অস্ট্রেলিয়ার পার্লামেন্টে এই ভিডিও ভাষণ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

উল্লেখ্য, ইউক্রেনে রুশ হামলা শুরুর পর ইতোমধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইসরাইল ও জাপানের পার্লামেন্টে ভাষণ দিয়েছেন জেলেনস্কি। এ তালিকায় সর্বশেষ সংযোজন হতে যাচ্ছে অস্ট্রেলিয়া।