ওয়ানডে
সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় দুপুরে ডারবানের
কিংসমিডে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। পাঁচ টেস্ট পর ওপেনার
তামিম ইকবাল দলের সঙ্গী হয়েছেন। ইনজুরির আগে সর্বশেষ গত বছর এপ্রিলে
শ্রীলঙ্কার মাটিতে টেস্ট খেলেছিলেন তামিম। এবার ফিরে ওপেনিংয়ে তিনি সঙ্গী
হিসেবে পেতে যাচ্ছেন মাহমুদুল হাসান জয়কে।
তামিম ফেরায় গত কয়েক টেস্টে
ওপেনিং করা একজনকে বসতেই হতো। অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন তামিমের সঙ্গী
হিসেবে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে জয়ের। সেক্ষত্রে কপাল পুড়তে পারে সাদমান
ইসলামের।
গতকাল (বুধবার) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়ক মুমিনুল বলেছেন, ‘ওপেনিং পার্টনার তামিম ইকবাল আর জয় হওয়ার সম্ভাবনা বেশি।’
২০২১
সালের এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তামিম। এরপর
দেশের বাইরে জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্ট এবং ঘরের মাঠে
পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট মিস করেন। এই পাঁচ টেস্টেই ওপেনিং করেছেন
সাদমান ইসলাম, কিন্তু এর মধ্যে দুটি করে টেস্টে তার সঙ্গী ছিলেন সাইফ হাসান
ও জয় এবং অন্য টেস্টে নাঈম শেখ।
পাকিস্তানের বিপক্ষে অফ ফর্মের কারণে
দল থেকে ছিটকে যান সাইফ হাসান ও নাঈম শেখ। ফলে তামিমের সঙ্গী হিসেবে লড়াইয়ে
ছিলেন সাদমান আর জয়। সর্বশেষ পাকিস্তান সিরিজে টেস্ট অভিষেক হয় যুব
বিশ্বকাপজয়ী দলের এই ব্যাটারের। পাকিস্তানের বিপক্ষে মোটামুটি ভালো করলেও
নিউজিল্যান্ডে বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের ম্যাচে খেলেছিলেন ৭৮ রানের
ইনিংস। এরপর ইনজুরিতে পড়ে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি জয়। এখন ফিট থাকায়
তামিমের সঙ্গী হিসেবে তার ওপরই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট।
এদিকে
তামিমের ফেরা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন,
‘তামিমের ফেরা অনেক বড় ব্যাপার। এরকম অভিজ্ঞ ও সিনিয়র খেলোয়াড় দলে থাকা
সবসময়ই ভালো। তামিম রান করলে আমাদের জন্য সহজ হয়ে যায়। আমি আশা করি,
তামিমের অভিজ্ঞতা কাজে লাগাবে।’
ওপেনিয়ে তামিমের সঙ্গী হিসেবে জয়ের কথা
বললেও পুরো একাদশ নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি টিম ম্যানেজমেন্ট। মুমিনুল
বলেছেন, ‘কম্বিনেশন নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। কাল (আজ) উইকেট দেখে
সিদ্ধান্ত নেবো। কারণ কন্ডিশনে অনেক ভিন্নতা থাকে।’