কুমিল্লায় বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন
Published : Friday, 8 April, 2022 at 12:00 AM
"সুরক্ষিত
বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা স্বাস্থ্য
বিভাগ এর আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২২ উদযাপন করা হয়। বৃহস্পতিবার
সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন এর সভাপতিত্বে কুমিল্লা জেলার পাঁচটি
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, পরিবার পরিকল্পনা, পরিবেশ অধিদপ্তরসহ
বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,এন.জি.ও, সাংবাদিক ও জন প্রতিনিধিদেরকে নিয়ে
জেলা স্বাস্থ্য বিভাগ একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।বৈঠকে কিশোর
কিশোরীদের স্বাস্থ্য ব্যবস্থা, স্কুল কলেজের স্বাস্থ্য বিষয়ক সেশন,
জীববৈচিত্র্য সংরক্ষন ও পরিবেশ দুষণগত স্বাস্থ্য বিষয়ক প্রভাব নিয়ে আলোচনা
করা হয়। স্কুল শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য বিষয়ক ধারনা, বয়ঃসন্ধিকালীন
শারীরিক পরিবর্তন, বিদ্যালয় প্রাঙ্গনের পরিষ্কার পরিচ্ছন্নতা,
কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।
এতে
অডিও ভিজ্যুয়াল উপস্থাপনা করেন মেডিকেল অফিসার ডাঃ তানজিনা আহমেদ। বৈঠকে
বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আবুল
কালাম, পরিবেশ অধিদপ্তর, কুমিল্লার উপ-পরিচালক শওকত আরা কলি, ডেপুটি সিভিল
সার্জন ডাঃ নিসর্গ মেরাজ চৌধুরী, স্কুল হেলথ ক্লিনিক এর মেডিকেল অফিসার,
ডাঃ চন্দনা রানী দেবনাথ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ফিরোজ আল
মামুন, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, প্রশাসনিক
কর্মকর্তা, মোঃ আলমগীর হোসেন সহ বিভিন্ন এনজিও ও শিক্ষা প্রতিষ্ঠানের
প্রতিনিধিগণ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের
মেডিকেল অফিসার, ডাঃ কেয়া রানী দে। এতে অংশগ্রহন করেন কুমিল্লা জিলা স্কুল,
হোচ্ছা মিয়া লুৎফুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া
কলেজিয়েট স্কুল, নবাব ফয়জুন্নেসা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা
ঈশ্বর পাঠশালা হাই স্কুল, ওয়াইডব্লিউসিএ এর প্রতিনিধি শিক্ষক ও
ছাত্র-ছাত্রীবৃন্দ।