ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেশ রক্ষায় আন্দোলন ও প্রতিবাদ করতে হবে- হাজী ইয়াছিন
Published : Tuesday, 19 April, 2022 at 12:00 AM, Update: 19.04.2022 1:39:41 PM
দেশ রক্ষায় আন্দোলন ও প্রতিবাদ করতে হবে- হাজী ইয়াছিনতানভীর দিপু: বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেছেন, এই সরকারের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। আর দেশ রক্ষা করতে হলে আমাদের কিছু আন্দোলন সংগ্রাম করতে হবে, আমাদের কিছু প্রতিবাদে অংশগ্রহণ করতে হবে। প্রতিবাদ না করলে তারা ক্ষমতা থেকে নামবে না। যার ভিতরে বিবেক আছে। সে ক্ষমতা আঁকড়ে থাকে না। এদের ভিতরে কোন বিবেক নাই। যদি তাদের ভিতরে লজ্জাবোধ থাকতো তাহলে তারা সরকারই গঠন করতো না।
তিনি গতকাল কুমিল্লা নগরীর কালিয়াজুরি এলাকায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এই ইফতার আয়োজনে কুমিল্লা নগরীর ১, ২ ও ৩ নং ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দসহ জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারকে কেন্দ্র করে অনুষ্ঠানে জন সাধারণের ঢল নামে। স্থানীয় সাধারণ মানুষ এবং নগারিক প্রতিধিরা ইফতারে অংশ নেয়। অনুষ্ঠানস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে থাকে মানুষে মানুষে।
আলোচনা সভায় হাজী ইয়াছিন আরো বলেন, এতদিন আমরা বলেছি, দেশের মানুষও বলেছে, কিন্তু এখন বহির্বিশ^ও খুঁজে দেখেছে- নির্বাচন তো দূরের কথা, তারা সূর্য উঠার আগেই নির্বাচনের রেজাল্ট শেষ করে ফেলেছে। এর চেয়ে লজ্জার বিষয় আর কিছু নাই। এই দেশের মালিক কোন দল নয়, কোন ব্যাক্তি এই দেশের মালিক নয়। আমরা ষোল কোটি মানুষ এই দেশের মালিক।
সব জনণগণকে সাথে নিয়ে আমরা আবারো আন্দোলনের ডাক দিবো। শত ঝড় ঝাপটার মাঝেও আমি আপনাদের পাশে ছিলাম, পাশে আছি। যত অত্যাচার অবিচারও হোক না কেন আমি পাশে আছি।
জোরালো দাবি জানাই, ১৫ জন মহানগর নেতা সম্পূর্ণ মিথ্যা মামলায় কারাগারে নিয়ে গিয়েছে। আমি তাদের অবিলম্বে মুক্তি দাবি করছি। এছাড়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া চাইছি। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করছি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, কোতোয়ালি থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলী আক্কাস, মহানগর বিএনপি নেতা আমিরুজ্জামান আমির, জেলা কৃষক দলের আহ্বায়ক মোস্তফা জামান, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আতাউর রহমান ছুটি, জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা বিএনপির দপ্তর সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান দোলন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার ও বিএনপি নেতা আব্দুল জলিলসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  বিএনপি নেতা এনামুল হক ভূঁইয়া।