ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় সাবেক প্রতিমন্ত্রীর গুলির ঘটনা;
গুলিতে আহতদের হাড় ভেঙ্গে গেছে অস্ত্রোপচার আজ
Published : Tuesday, 10 May, 2022 at 12:00 AM, Update: 10.05.2022 12:48:41 AM
গুলিতে আহতদের হাড় ভেঙ্গে গেছে অস্ত্রোপচার আজরণবীর ঘোষ কিংকর: কুমিল্লার চান্দিনায় সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ’র ছোড়া গুলিতে গুলিবিদ্ধ দুইজনের হাড় ভেঙ্গে গেছে। আজ (মঙ্গলবার) অস্ত্রোপচারের মাধ্যমে তাদের গুলি বের করা হবে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, সোমবার দুপুর আড়াইটায় চান্দিনা পৌরসভা সড়কের রেদোয়ান আহমেদ কলেজ-২ ক্যাম্পাসের মমতাজ আহমেদ ভবনের সামনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ গাড়ি থেকে দুইটি গুলি ছুড়েন। ওই গুলিতে আহত হন চান্দিনা পৌরসভার ৫নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা রূপনগর এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম সরকারের ছেলে মাহমুদুল হাসান জনি সরকার (২২) ও  চান্দিয়ারা গ্রামের নূরুল ইসলাম এর ছেলে নাজমূল হোসেন নাঈম (২৮)। পরে তাদেরকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুর রহমান জানান, গুলিবিদ্ধ অবস্থায় তাদের দুইজনকে আমাদের হাসপাতালে আনার পর আমরা তাদের এক্স-রে করে ভিতরে বুলেট দেখার পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাজহারুল আলম জানান, একজনের হাতে ও অপরজনের পায়ে গুলি রয়েছে। গুলির আঘাতে দুইজনেরই হাড় ভেঙ্গে গেছে। আগামীকাল (মঙ্গলবার) অপারেশন করে গুলি বের করা হবে।