ব্রাহ্মণপাড়ায় বজ্রপাতে এক শ্রমিক নিহত, আহত ১
ইসমাইল নয়ন।।
Published : Wednesday, 11 May, 2022 at 8:49 PM
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামে বুধবার দুপুরে বজ্রপাতে সোহেল রানা নামের এক যুবক নিহত হয়েছে। নিহত সোহেল রানা ময়মনসিং জেলার তারাকান্দা উপজেলার হরিয়াগাই এলাকার বাসিন্দা। এসময় তার সাথের আরেক শ্রমিক লূৎফর রহমান (৬০ ) বজ্রপাতে আহত হয়। আহত লূৎফর রহমান নীলফামারী জেলার ডিমরা উপজেলার দক্ষিণ সোনাখুলি গ্রামের মৃত আনার উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ নাগাইশ এলাকায় ধান কাটার কাজ করছিলেন একদল শ্রমিক। এসময় বজ্রপাতে সোহেল রানা নিহত হয় ও তার পাশাপাশি থাকা অপর এক শ্রমিক লূৎফর রহমান আহত হয়। আহত লূৎফর রহমানকে এলাকাবাসী উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা প্রদান করেন। অপরদিকে নিহত সোহেল রানার মরদেহ ব্রাহ্মণপাড়া থানায় পুলিশ হেফাজতে রয়েছে।