ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ দেখা যাবে মাত্র ৫০ টাকায়
Published : Thursday, 12 May, 2022 at 2:14 PM
বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ দেখা যাবে মাত্র ৫০ টাকায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে শ্রীলঙ্কা দল। আগামী ১৫ মে বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। এরপর ২৩ মে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

ম্যাচ দুইটির জন্য টিকিট মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার সিরিজের টাইটেল স্পন্সর ঘোষণাকালে টিকিট মূল্য জানানো হয়। যেখানে সর্বনিম্ন ৫০ টাকায় এবং সর্বোচ্চ ৫০০ টাকায় মাঠে বসে খেলা দেখতে পারবেন সমর্থকরা।
চট্টগ্রাম টেস্টের টিকিট আগামী ১৪ মে থেকে পাওয়া যাবে সাগরিকার বিটাক মোড়ে। ঢাকা টেস্টের টিকিট মিলবে ২২ মে থেকে মিরপুর ইনডোর স্টেডিয়ামে।

চট্টগ্রাম টেস্টের টিকিট মূল্য :

গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০ টাকা
রুফটপ ৫০০ টাকা
ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ৩০০ টাকা
ক্লাব হাউজ ২০০ টাকা
ইস্টার্ন স্ট্যান্ড ১০০ টাকা
ওয়েস্টার্ন স্ট্যান্ড ৫০ টাকা

ঢাকা টেস্টের টিকিট মূল্য :

গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০ টাকা
ভিআইপি ৩০০ টাকা
শহীদ মোস্তাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড ২০০ টাকা
নর্দার্ন স্ট্যান্ড ও সাউদার্ন স্ট্যান্ড ১০০ টাকা
ইস্টার্ন স্ট্যান্ড ৫০ টাকা টাকা

করোনা মহামারি কাটিয়ে এবার স্টেডিয়ামের শতভাগ দর্শক উপস্থিতির ব্যবস্থা রেখেছে বিসিবি। তবে দর্শকদের অবশ্যই ভ্যাকসিন কার্ড প্রদর্শন করতে হবে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।