মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে কুড়িয়ে পাওয়া পরিত্যক্ত ডিম থেকে একে একে বের হলো ২০ সাপের বাচ্চা। গতকাল বুধবার রাত থেকে দুপুর পর্যন্ত ২০টি সাপের বাচ্চা বের হয়েছে। এখনো আনুমানিক ২০টি ডিম ফুটতে বাকি আছে।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, গত ১৮ মার্চ তারিখ শ্রীমঙ্গলের শহের মুসলিমবাগ এলাকায় একটি বাসার পাশে ময়লার মধ্যে কিছু ডিম দেখে খবর দেন স্থানীয়রা পরে তিনি গিয়ে ডিমগুলো নিয়ে আসেন।
ডিমগুলো সেবা ফাউন্ডেশনে রেখে দেন সজল দেব। সেখান থেকে গত মধ্যরাত থেকে একের পর এক ডিম থেকে বাচ্চা বের হতে থাকে। এখন পর্যন্ত ২০টি ডিম থেকে সাপের বাচ্চা বের হয়েছে। আরো ২০টি ডিম ফোটার অপেক্ষায় আছে।
তিনি আরো জানান, ঢাকায় প্রাণি বিশেষজ্ঞদের জানানোর পর তারা ডিমগুলাকে কৃত্রিমভাবে ফোটানোর পরামর্শ দেন। তাদের পরামর্শে ডিমগুলোকে কৃত্তিমভাবে ফোটানোর ব্যবস্থা করা হয়। সাত সপ্তাহ পর ডিমগুলো ফুটে বাচ্চা আসে। এদেরকে অবমুক্ত করে দেওয়া হবে।