আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অশনি’ এখন দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের সমুদ্রবন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে বাংলাদেশে বৃষ্টি থাকতে পারে আরও দুদিন। আগামী ১৪ মে থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে।
এর আগে, ‘অশনি’র অগ্রবর্তী মেঘের প্রভাবে গত ৯ মে থেকেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। উপকূলীয় তিন বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি (৮৯ মিলিমিটার বা এর বেশি) বর্ষণ হয়েছে গত দু'দিনে। বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার আকাশে মেঘ-রোদের লুকোচুরি দেখা গেলেও দুপুরের পর মেঘের পর শুরু হয় বৃষ্টি।
আজ বৃহস্পতিবার সাকলে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এ ছাড়াও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।